মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি পদার্থবিজ্ঞান

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা য়
  ২৭ জানুয়ারি ২০২০, ০০:০০

প্রিয় শিক্ষার্থী, আজ পদার্থবিজ্ঞান থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

অধ্যায় : ১

১। পদার্থবিজ্ঞান কাকে বলে?

উত্তর : বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে পদার্থবিজ্ঞান বলে।

২। বিজ্ঞানের চাবিকাঠি কী?

উত্তর : পদার্থবিজ্ঞান

৩। পঠন পাঠনের সুবিধার জন্য পদার্থবিজ্ঞানকে প্রধানত কয়টি শাখায় ভাগ করা হয়েছে?

উত্তর : ১০টি

৪। সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যদ্বাণীর জন্য বিখ্যাত কোন বিজ্ঞানী?

উত্তর : থেলিস

৫। কোন বিজ্ঞানী লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন?

উত্তর : থেলিস

৬। বর্তমানে বাদ্যযন্ত্র ও সংগীতবিষয়ক যে স্কেল রয়েছে তা তারের কম্পনবিষয়ক কার অনুসন্ধানের আংশিক অবদান?

উত্তর : পিথাগোরাসের

৭। পদার্থের অবিভাজ্য একক রয়েছে- এ ধারণা কার?

উত্তর : গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের

৮। লিভারের নীতি ও তরলে নিমজ্জিত বস্তুর ওপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের সূত্র আবিষ্কার করে ধাতুর ভেজাল নির্ণয়ে সক্ষম হন কে?

উত্তর : গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিস

৯। বিজ্ঞানী আর্কিমিডিস কোন দর্পণের সাহায্যে সূর্যের রশ্মি কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশল জানতেন?

উত্তর : গোলীয় দর্পণের

১০। কত শতাব্দীর পূর্বে ইউরোপে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার পুনর্জীবন ঘটেনি?

উত্তর : ত্রয়োদশ শতাব্দীর

১১। পদার্থবিজ্ঞানের কোন তত্ত্বের ক্ষেত্রে ইবনে আল হাইথাম ও আল হাজেনের অবদান বিশেষভাবে উলেস্নখযোগ্য?

উত্তর : আলোক তত্ত্বের

১২। প্রকৃতির ইতিহাস সম্পর্কে একটি এনসাইক্লোপিডিয়া লেখেন কে?

উত্তর : আল-মাসুদী

১৩। কোন বইয়ে বায়ুকলের উলেস্নখ পাওয়া যায়?

উত্তর : এনসাইক্লোপিডিয়া

১৪। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে?

উত্তর : রজার বেকন

১৫। পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমেই বিজ্ঞানের সব সত্য যাচাই করা উচিত- উক্তিটি কার?

উত্তর : রজার বেকনের

১৬। বর্তমানে পৃথিবীর অনেক দেশে বায়ুকলের সাহায্যে কোন শক্তি উৎপাদন করা হচ্ছে?

উত্তর : তড়িৎশক্তি

১৭। পাখির ওড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের একটি মডেল তৈরি করেছিলেন কে?

উত্তর : লিউনার্দো দা ভিঞ্চি

১৮। কোন শতকের শেষদিকে লিউনার্দো দা ভিঞ্চি পাখির ওড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল তৈরি করেছিলেন?

উত্তর : পনেরো শতকের

১৯। কোন চিত্রশিল্পীর বলবিদ্যা সম্পর্কে উলেস্নখযোগ্য জ্ঞান ছিল?

উত্তর : লিউনার্দো দা ভিঞ্চির

২০। কোন বিজ্ঞানী চুম্বকত্ব নিয়ে বিস্তারিত গবেষণা ও তত্ত্ব প্রদানের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন?

উত্তর : ডা. গিলবার্ট

২১। আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?

উত্তর : জার্মান বিজ্ঞানী স্নেল

২২। কোন বিজ্ঞানী আলোর তরঙ্গ তত্ত্বের উদ্ভাবন করেন?

উত্তর : হাইগেন

২৩। ঘড়ির যান্ত্রিক কৌশলের বিকাশ ঘটান কে?

উত্তর : হাইগেন

২৪। পদার্থের স্থিতিস্থাপক ধর্মের অনুসন্ধান করেন কোন বিজ্ঞানী?

উত্তর : রবার্ট হুক

২৫। দোলকীয় গতি পর্যালোচনা করেন কোন বিজ্ঞানী?

উত্তর : হাইগেন

২৬। বিভিন্ন চাপে গ্যাসের ধর্ম বের করার জন্য পরীক্ষা-নিরীক্ষা চালান কোন বিজ্ঞানী?

উত্তর : রবার্ট বয়েল

২৭। বায়ু পাম্প আবিষ্কার করেন কে?

উত্তর : ভন গুয়েরিক

২৮। কোন বিজ্ঞানী বৃহস্পতির একটি উপগ্রহ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করেন?

উত্তর : রোমার

২৯। সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা উপস্থিত করেন কে?

উত্তর : কোপার্নিকাস

৩০। কোপার্নিকাসের সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণার গাণিতিক বর্ণনা দেন কে?

উত্তর : কেপলার

৩১। কেপলার কোপার্নিকাসের সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা কয়টি গাণিতিক সূত্রের সাহায্যে ব্যাখ্যা দেন?

উত্তর : ৩টি

৩২। কেপলারের সাফল্যের মূল ভিত্তি কী?

উত্তর : কেপলার প্রচলিত বৃত্তাকার কক্ষপথের পরিবর্তে উপবৃত্তাকার কক্ষপথ কল্পনা করেন।

৩৩। কার পর্যবেক্ষণ লব্ধ তথ্যের দ্বারা কেপলার গ্রহদের গতিপথ সম্পর্কে তার গাণিতিক সূত্রগুলোর সত্যতা যাচাই করেন?

উত্তর : কেপলারের গুরু টাইকোব্রাহের

৩৪। আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে কোন বিজ্ঞানীর হাতে?

উত্তর : ইতালির বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিওর হাতে

৩৫। বৈজ্ঞানিক কর্মের মূল ভিত্তি কী?

উত্তর : পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং সুশৃঙ্খলভাবে ভৌত রাশির সংজ্ঞা প্রদান ও এদের মধ্যে সম্পর্ক নির্ধারণ।

৩৬। পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং সুশৃঙ্খলভাবে ভৌত রাশির সংজ্ঞা প্রদান ও এদের মধ্যে সম্পর্ক নির্ধারণ বৈজ্ঞানিক কর্মের মূল ভিত্তি- উক্তিটি কার?

উত্তর : বিজ্ঞানী গ্যালিলিও

৩৭। সরণ, গতি, ত্বরণ, সময় ইত্যাদির সংজ্ঞা প্রদান ও এদের মধ্যে সম্পর্ক প্রদান করেন কোন বিজ্ঞানী?

উত্তর : গ্যালিলিও

৩৮। পতনের নিয়ম আবিষ্কার ও স্মৃতিবিদ্যার ভিত্তি স্থাপন করেন কে?

উত্তর : গ্যালিলিও

৩৯। বলবিদ্যা ও বলবিদ্যার বিখ্যাত তিনটি সূত্র এবং বিশ্বজনীন মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন কে?

উত্তর : নিউটন

৪০। ক্যালকুলাস আবিষ্কার করেন কে?

উত্তর : নিউটন

৪১। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে?

উত্তর : জেমস ওয়াট

৪২। 'তড়িৎপ্রবাহের চৌম্বক আছে'- কে দেখান?

উত্তর : হ্যান্স ক্রিশ্চিয়ান

৪৩। 'আলো এক প্রকার তাড়িত চৌম্বক তরঙ্গ'- কে দেখান?

উত্তর : জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<86048 and publish = 1 order by id desc limit 3' at line 1