বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

বাংলা প্রথম পত্র
শাদমান শাহিদ, প্রভাষক, আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ, ব্রাহ্মণবাড়িয়া য়
  ২৫ জানুয়ারি ২০২০, ০০:০০
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি
চাষার দুক্ষু রোকেয়া সাখাওয়াত হোসেন

আজ তোমাদের জন্য বাংলা প্রথম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

১. রোকেয়া সাখাওয়াত হোসেন সভ্যতার সঙ্গে দারিদ্র্য বৃদ্ধির কী কারণ নির্দেষ করছেন?

ক) সচ্ছলতা

খ) বিলাসিতা

গ) অলসতা

ঘ) আরামপ্রিয়তা

সঠিক উত্তর : খ) বিলাসিতা

২. 'নবাবি চাল' বলতে কি বোঝানো হয়েছে?

ক) অলস সময় কাটানো

খ) অসৎ উপার্জন

গ) উৎপাদনহীন অবস্থা

ঘ) অনুকরণপ্রিয়তা

সঠিক উত্তর : ঘ) অনুকরণপ্রিয়তা

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও-

নুরুল গ্রামের অবস্থাপন্ন ব্যক্তি। পৈতৃক জমিজমা তার অর্থনৈতিক স্বাবলম্বের উৎস। বিদু্যতের অভাবে কৃষকরা জমিতে সেচ দিতে পারেন না। শিক্ষর্থীদের লেখাপড়া বিঘ্নিত হয়। কিন্তু নুরুলের ঘরে এয়ার কন্ডিশন ও বৈদু্যতিক চুলা। প্রয়োজন না থাকলেও লোক দেখানো সব বিলাস দ্রব্য তার চাই। এই বিলাসিতার কারণে একে একে সব জমি বিক্রি করে আজ তিনি নিঃস্ব।

৩. নুরুলের বিলাসিতা 'চাষার দুক্ষু' প্রবন্ধের যে অংশের সাথে সঙ্গতিপূর্ণ তা হলো-

র) কর্মবিমূখ কৃষক সমাজ

রর) শিক্ষাহীন কৃষক শ্রেণি

ররর) কৃষির সাথে বিচ্ছিন্নতা

সঠিক উত্তর :

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ) র, রর ও ররর

৪. উপর্যুক্ত অবস্থার কারণ কী?

ক) পরিশ্রম বিমুখতা

খ) সভ্যতার অন্ধ অনুকরণ

গ) গ্রামীণ শিল্পে অনাগ্রহ

ঘ) ইউরোপীয় মহাযুদ্ধ

সঠিক উত্তর : খ) সভ্যতার অন্ধ অনুকরণ

৫. 'চাষার দুক্ষু' প্রবন্ধের রচয়িতা কে?

ক) কাজী নজরুল ইসলাম

খ) মোতাহার হোসেন চৌধুরী

গ) রোকেয়া সাখাওয়াত হোসেন

ঘ) মুহাম্মদ জাফর ইকবাল

সঠিক উত্তর : গ) রোকেয়া সাখাওয়াত হোসেন

৬. রোকেয়া সাখাওয়াত হোসেন কোথায় জন্মগ্রহণ করেন?

ক) রংপুর জেলার মিঠাপুকুর থানায়

খ) রংপুর জেলার পীরগঞ্জ থানায়

গ) রংপুর জেলার বদরগঞ্জ থানায়

ঘ) রংপুর জেলার সদর থানায়

সঠিক উত্তর : রংপুর জেলার মিঠাপুকুর থানায়

৭. রোকেয়া সাখাওয়াত হোসেনের গ্রামের নাম কী?

ক) মিঠাপুর

খ) চন্দনপাঠ

গ) মাঠের হাট

ঘ) পায়রাবন্দ

সঠিক উত্তর : ঘ) পায়রাবন্দ

৮. মেয়েদের শিক্ষার ব্যাপারে রোকেয়ার পিতামাতা কেমন প্রকৃতির ছিলেন?

ক) আধুনিক

খ) রক্ষণশীল

গ) কঠোর

ঘ) অন্ধ

সঠিক উত্তর : খ) রক্ষণশীল

৯. রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বামী কী ছিলেন?

ক) ডাক্তার

খ) শিক্ষক

গ) ম্যাজিস্ট্রেট

ঘ) ডেপুটি ম্যাজিস্ট্রেট

সঠিক উত্তর : ঘ) ডেপুটি ম্যাজিস্ট্রেট

১০. কাকে বাংলার গদ্যের বিশিষ্ট শিল্পী বলা হয়?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) প্রমথ চৌধুরী

গ) রোকেয়া সাখাওয়াত হোসেন

ঘ) কাজী নজরুল ইসলাম

সঠিক উত্তর : গ) রোকেয়া সাখাওয়াত হোসেন

১১. 'মতিচুর' গ্রন্থটি কে লিখেছেন?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) রোকেয়া সাখাওয়াত হোসেন

গ) সুফিয়া কামাল

ঘ) কাজী নজরুল ইসলাম

সঠিক উত্তর : খ) রোকেয়া সাখাওয়াত হোসেন

১২. কত সালে রোকেয়ার জীবনাবসান ঘটে?

ক) ১৯৩২ খ) ১৯৩৬

গ) ১৯৩৮ ঘ) ১৯৪১

সঠিক উত্তর : ক) ১৯৩২

১৩. ক্ষেতে ক্ষেতে পইড়া মরে কে?

ক) চাষি খ) মহাজন

গ) শ্রমিক ঘ) চাষির স্ত্রী

সঠিক উত্তর : ক) চাষি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে