বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি (বাংলা দ্বিতীয় পত্র)

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
  ২২ জানুয়ারি ২০২০, ০০:০০
ভবিষ্যৎ কাল: মাঠে খেলতে যাব

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা দ্বিতীয় পত্র থেকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

সব কালের সংজ্ঞা

যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে, তার কালকে সাধারণ বর্তমানকাল বলে। যেমন : সে ভাত খায়। আমি বাড়ি যাই।

২. নিত্যবৃত্ত বর্তমান কাল

স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে নিত্যবৃত্ত বর্তমানকাল বলে। যেমন : সন্ধ্যায় সূর্য অস্ত যায়।

৩. ঘটমান বর্তমান কাল

যে কাজ শেষ হয়নি, এখনো চলছে, সে কাজ বোঝানোর জন্য ঘটমান বর্তমান কাল ব্যবহৃত হয়। যেমন : হাসান বই পড়ছে। নীরা গান গাইছে।

৪. পুরাঘটিত বর্তমান কাল

ক্রিয়া আগে শেষ হলে এবং তার ফল এখনো বর্তমান থাকলে পুরাঘটিত বর্তমানকাল হয়। যেমন : এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।

৫. অতীত বা সাধারণ অতীত

বর্তমানকালের আগে যে ক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে তার সংঘটনকালই অতীত বা সাধারণ অতীতকাল। যেমন : প্রদীপ নিভে গেল।

৬. নিত্যবৃত্ত অতীতকাল

অতীতকালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয় তাকে নিত্যবৃত্ত অতীতকাল বলে। যেমন: আমরা তখন রোজ সকালে নদীতীরে ভ্রমণ করতাম।

৭. ক্রিয়ার ঘটমান অতীতকাল

অতীতকালে যে কাজ চলছিল এবং যে সময়ের কথা বলা হয়েছে তখনো কাজটি সমাপ্ত হয়নি- ক্রিয়া সংঘটনের এরূপ ভাব বোঝালে ক্রিয়ার ঘটমান অতীতকাল হয়। যেমন : কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। আমরা তখন বই পড়ছিলাম। বাবা আমাদের পড়াশোনা দেখছিলেন।

৮. পুরাঘটিত অতীতকাল

যে ক্রিয়া অতীতের বহু আগেই সংঘটিত হয়ে গিয়েছে এবং যার পরে আরো কিছু ঘটনা ঘটে গেছে তাকে পুরাঘটিত অতীতকাল বলা হয়। যেমন : সেবার তাকে সুস্থই দেখেছিলাম। কাজটি কি তুমি করেছিলে?

৯. ভবিষ্যৎকাল বা সাধারণ ভবিষ্যৎকাল

যে ক্রিয়া পরে বা অনাগত কালে সংঘটিত হবে, তার কালকে ভবিষ্যৎকাল বা সাধারণ ভবিষ্যৎকাল বলে। যেমন : আমরা মাঠে খেলতে যাব। শিগগিরই বৃষ্টি আসবে।

১০. ঘটমান ভবিষ্যৎ

যে কাজ ভবিষ্যৎকালে চলতে থাকবে তার কালকে ঘটমান ভবিষ্যৎ কাল বলে।

১১. পুরাঘটিত ভবিষ্যৎকাল

যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে, সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করে তা বোঝাতে পুরাঘটিত ভবিষ্যৎকাল হয়। যেমন : গিয়ে থাকব/যাইয়া থাকিব।

সাধারণ বর্তমানকাল বা নিত্যবৃত্ত বর্তমানকাল

স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে নিত্যবৃত্ত বর্তমান কাল বলে। যেমন : সন্ধ্যায় সূর্য অস্ত যায়। (স্বাভাবিকতা)। আমি রোজ সকালে বেড়াতে যাই। (অভ্যস্ততা)।

নিত্যবৃত্ত বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ

* স্থায়ী সত্য প্রকাশে : চার আর তিনে সাত হয়।

* ঐতিহাসিক বর্তমান : অতীতের কোনো ঐতিহাসিক ঘটনায় যদি নিত্যবৃত্ত বর্তমান কালের প্রয়োগ হয় তাহলে তাকে ঐতিহাসিক বর্তমান কাল বলে। যেমন : বাবরের মৃতু্যর পর হুমায়ুন দিলিস্নর সিংহাসনে আরোহণ করেন।

* কাব্যের ভণিতায় : মহাভারতের কথা অমৃত সমান। কাশীরাম দাস তনে শুনে পুণ্যবান।

* অনিশ্চয়তা প্রকাশে : কে জানে দেশে আবার সুদিন আসবে কিনা।

'যদি', 'যখন', 'যেন' প্রভৃতি শব্দের প্রয়োগে অতীত ও ভবিষ্যৎ কাল জ্ঞাপনের জন্য সাধারণ বর্তমান কালের ব্যবহার হয়। যেমন : বৃষ্টি যদি আসে, আমি বাড়ি চলে যাব। সবাই যেন সভায় হাজির থাকে। বিপদ যখন আসে তখন এমনি করেই আসে।

সাধারণ বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ

* অনুমতি প্রার্থনায় (ভবিষ্যৎ কালের অর্থে) : এখন তবে আসি।

* প্রাচীন লেখকের উদ্ধৃতি দিতে (অতীত কালের অর্থে) : চন্ডীদাস বলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।

* বর্ণিত বিষয় প্রত্যক্ষীভূত করতে (অতীতের স্থলে) : আমি দেখেছি, বাচ্চাটি রোজ রাতে কাঁদে।

* 'নাই', 'নাই' বা 'নি' শব্দযোগে অতীত কালের ক্রিয়ায় : তিনি গতকাল হাটে যাননি।

ঘটমান বর্তমানকাল

যে কাজ শেষ হয়নি, এখনো চলছে, সে কাজ বোঝানোর জন্য ঘটমান বর্তমানকাল ব্যবহৃত হয়। যেমন : হাসান বই পড়ছে। নীরা গান গাইছে।

ঘটমান বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ

* বক্তার প্রতিটি উক্তিতে ঘটমান বর্তমানকাল ব্যবহৃত হয়। যেমন : বক্তা বললেন, 'শত্রম্নর অত্যাচারে দেশ আজ বিপন্ন, ধনসম্পদ লুণ্ঠিত হচ্ছে, দিকে দিকে আগুন জ্বলছে।'

* ভবিষ্যৎ সম্ভাবনা অর্থে : চিন্তা করো না, কালই আসছি।

পুরাঘটিত বর্তমান কাল

ক্রিয়া আগে শেষ হলে এবং তার ফল এখনো বর্তমান থাকলে পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয়। যেমন : এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এতক্ষণ আমি অঙ্ক করেছি।

সাধারণ অতীত

বর্তমান কালের আগে যে ক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে তার সংঘটন কালই সাধারণ অতীত কাল। যেমন : প্রদীপ নিভে গেল। শিকারি পাখিটিকে গুলি করল।

সাধারণ অতীতের বিশিষ্ট ব্যবহার

* পুরাঘটিত বর্তমান স্থলে : 'এক্ষণে জানিলাম, কুসুমে কীট আছে।'

* বিশেষ ইচ্ছা অর্থে বর্তমান কালের পরিবর্তে : তোমরা যা খুশি কর, আমি বিদায় হলাম।

নিত্যবৃত্ত অতীত

অতীতকালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয় তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে। যেমন : আমরা তখন রোজ সকালে নদীতীরে ভ্রমণ করতাম।

নিত্যবৃত্ত অতীতের বিশিষ্ট ব্যবহার

* কামনা প্রকাশে : আজ যদি সুমন আসত, কেমন মজা হতো।

* অসম্ভব কল্পনায় : সাতাশ হতো যদি একশ সাতাশ।

ঘটমান অতীত কাল

অতীতকালে যে কাজ চলছিল এবং যে সময়ের কথা বলা হয়েছে তখনো কাজটি সমাপ্ত হয়নি-

ক্রিয়া সংঘটনের এরূপ ভাব বোঝালে ক্রিয়ার ঘটমান অতীত কাল হয়। যেমন : কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। আমরা তখন বই পড়ছিলাম। বাবা আমাদের পড়াশোনা দেখছিলেন।

পুরাঘটিত অতীত কাল

যে ক্রিয়া অতীতের বহু আগেই সংঘটিত হয়ে গেছে এবং যার পরে আরো কিছু ঘটনা ঘটে গেছে তার কালকে পুরাঘটিত অতীতকাল বলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<85446 and publish = 1 order by id desc limit 3' at line 1