বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথম পত্র

শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া।
  ২১ জানুয়ারি ২০২০, ০০:০০
বৃক্ষ পরিপূর্ণ হয়ে ওঠে-

আজ তোমাদের জন্য বাংলা প্রথম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

জীবন ও বৃক্ষ

মোতাহের হোসেন চৌধুরী

২২. 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে মানবজীবনকে তুলনা করা হয়েছে-

র. নদীর সঙ্গে

রর. বৃক্ষের সঙ্গে

ররর. ফুল ও ফলের সঙ্গে

নিচের কোনটি সঠিক

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

২৩. 'গূঢ় অর্থ'- শব্দের অর্থ-

ক. অন্ধকার খ. গভীর

গ. প্রচ্ছন্ন গভীর তাৎপর্য ঘ. গৌণ

সঠিক উত্তর : গ. প্রচ্ছন্ন গভীর তাৎপর্য

২৪. 'আত্মিক' শব্দের অর্থ কী?

ক. বিনয় খ. সংবেদনশীলতা

গ. মনোজাগতিক ঘ. হৃদয়

সঠিক উত্তর : গ. মনোজাগতিক

২৫. বৃক্ষ কিভাবে পরিপূর্ণ হয়ে ওঠে?

ক. বর্ষে বর্ষে খ. ফুলে ফুলে

গ. পত্রপলস্নবে ঘ. শাখায়

সঠিক উত্তর : খ. ফুলে ফুলে

২৬. বৃক্ষের মধ্য দিয়ে প্রতিভাত হয়েছে মানবজীবনের-

র. সাধনা

রর. সার্থকতা

ররর. বহমানতা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

২৭. 'স্থূলবুদ্ধি' অর্থ-

ক. বিবেক

খ. বিচারবুদ্ধি

গ. জ্ঞান

ঘ. সূক্ষ্ণবিচার-বুদ্ধিহীন

সঠিক উত্তর : ঘ. সূক্ষ্ণবিচার-বুদ্ধিহীন

২৮. 'সাদৃশ্য'- অর্থ

ক. অমিল

খ. তুলনীয়

গ. অনুরূপ বৈশিষ্ট্য

ঘ. সম্পর্কিত

সঠিক উত্তর : গ. অনুরূপ বৈশিষ্ট্য

২৯. 'বুদ্ধির মুক্তির আন্দোলন' বলতে কোন লেখকের নাম বোঝায়?

ক. মীর মশাররফ হোসেন

খ. প্রমথ চৌধুরী

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. মোতাহের হোসেন চৌধুরী

সঠিক উত্তর : গ. মোতাহের হোসেন চৌধুরী

৩০. 'চর্মচক্ষু' শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. চামড়ার চোখ

খ. গতির ভাব

গ. দৈহিক চক্ষু

ঘ. নিচ চোখ

সঠিক উত্তর : গ. দৈহিক চক্ষু

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<85265 and publish = 1 order by id desc limit 3' at line 1