বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
কম্পাস

জানার আছে অ নে ক কি ছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২০, ০০:০০

প্রশ্ন: সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?

উত্তর : বুধ।

প্রশ্ন: সূর্যের নিকটতম গ্রহ কোনটি?

উত্তর : বুধ।

প্রশ্ন: পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?

উত্তর: শুক্র।

প্রশ্ন: শুক্র কী নামে পরিচিত?

উত্তর: শুকতারা বা সন্ধ্যাতারা।

প্রশ্ন: পৃথিবী সূর্যকে কতদিনে প্রদক্ষিণ করে?

উত্তর: ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।

প্রশ্ন: পৃথিবীর ব্যাস কত?

উত্তর: প্রায় ১২৭৪২ কিলোমিটার।

প্রশ্ন: পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি?

উত্তর: চাঁদ।

প্রশ্ন: চাঁদ হতে পৃথিবীর দূরত্ব কত?

উত্তর: ৩,৮৪,৪০০ কিলোমিটার।

প্রশ্ন: সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?

উত্তর: ৮ মিনিট ২০ সেকেন্ড।

প্রশ্ন: কোন গ্রহকে 'সবুজ গ্রহ' বলা হয়?

উত্তর: ইউরেনাসকে।

প্রশ্ন: কোন গ্রহকে 'লাল গ্রহ' বলা হয়?

উত্তর: মঙ্গল গ্রহকে।

প্রশ্ন: কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে বড় থাকে?

উত্তর: ২১ জুন।

প্রশ্ন: কোন তারিখে পৃথিবীতে রাত সবচেয়ে বড় থাকে?

উত্তর: ২২ ডিসেম্বর।

প্রশ্ন: এক্স-রে-

উত্তর: ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ

প্রশ্ন: কম্পাস -

উত্তর: দিকনির্ণয় করার যন্ত্র

প্রশ্ন: ক্যালরিমিটার -

\হউত্তর: উত্তাপ পরিমাপক যন্ত্র

প্রশ্ন: টেলিস্কোপ -

\হউত্তর: দূরবর্তী জিনিস দেখার যন্ত্র

প্রশ্ন: ট্রান্সফরমার -

উত্তর: সচরাচর ব্যবহৃত বৈদু্যতিক যন্ত্র

প্রশ্ন: থার্মোমিটার -

উত্তর: তাপমাপক যন্ত্র

প্রশ্ন: মাইক্রোস্কোপ -

উত্তর: ক্ষুদ্র বস্তু বৃহৎ দেখার যন্ত্র

প্রশ্ন: রেফ্রিজারেটর -

উত্তর: হিমায়িত করার যন্ত্র

প্রশ্ন: সিসমোগ্রাফ -

উত্তর: ভূমিকম্প মাপক যন্ত্র

প্রশ্ন: স্পিডোমিটার -

\হউত্তর: গাড়ির গতি মাপক যন্ত্র

প্রশ্ন: অডিওফোন -

উত্তর: শ্রবণশক্তি বাড়ানোর জন্য ব্যবহৃত হয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<85149 and publish = 1 order by id desc limit 3' at line 1