শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথম পত্র

শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া।
  ১৯ জানুয়ারি ২০২০, ০০:০০
দাসত্ব

আজ তোমাদের জন্য বাংলা প্রথম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

আমার পথ

কাজী নজরুল ইসলাম

১৮. এ দেশের কিসে পচন ধরেছে?

ক. শিরায় শিরায়

খ. রন্ধ্রে রন্ধ্রে

গ. নাড়িতে নাড়িতে

ঘ. দেহ-মনে

সঠিক উত্তর : গ. নাড়িতে নাড়িতে

১৯. আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি কী?

ক. নিজেকে চেনা

খ. অপরকে চেনা

গ. মিথ্যাকে চেনা

ঘ. ভয়কে চেনা

সঠিক উত্তর : ক. নিজেকে চেনা

২০. 'মেকি' শব্দের অর্থ কী?

ক. অসমান

খ. অসরল

গ. মিথ্যা

ঘ. ছলনা

সঠিক উত্তর : গ. মিথ্যা

২১. 'ধূমকেতু' কোন ধরনের কাগজ?

ক. রাজনৈতিক

খ. অসাম্প্রদায়িক

গ. ধর্মীয়

ঘ. সাহিত্যিক

সঠিক উত্তর : খ. অসাম্প্রদায়িক

২২. মানুষে মানুষে যেখানে প্রাণের মিল, সেখানে কিসের বৈষম্য কোনো দুশমনীয় ভাব আনে না?

ক. গাত্রবর্ণের

খ. জাতির

গ. বংশ মর্যাদার

ঘ. ধর্মের

সঠিক উত্তর : ঘ. ধর্মের

২৩. মহাত্মা গান্ধী যা শেখাচ্ছিলেন-

র. স্বাবলম্বন

রর. নিজ শক্তির ওপর বিশ্বাস স্থাপন

ররর. আত্মনির্ভরশীলতা

নিচের কোনটি সঠিক?

ক. র খ. রর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

২৪. নিজ আত্মাকে চেনার দম্ভ যাতে একটা 'ডোন্ট কেয়ার' ভাব আনে তা-

র. শির উঁচু করে

রর. ভীতি সৃষ্টি করে

ররর. শক্তি বাড়ায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

২৫. 'ধূমকেতু'র বৈশিষ্ট্যের ক্ষেত্রে যেটি সামঞ্জস্যপূর্ণ-

র. সত্যের পথযাত্রী

রর. দাসত্ব হতে মুক্ত

ররর. অসাম্প্রদায়িক চেতনা

নিচের কোনটি সঠিক?

ক. র খ. রর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

২৬. কুর্নিশ শব্দের অর্থ কী?

ক. অভিবাদন

খ. অসম্মান প্রদর্শন

গ. ছোট হওয়া

ঘ. শুভেচ্ছা

সঠিক উত্তর : ক. অভিবাদন

নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

রফিক ডিগ্রি পাস করে বেকার রয়েছে। কী করবে বুঝতে পারছে না। নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা নেই। মনে মনে ভাবছে যদি একটি সরকারি চাকরি পাওয়া যেত।

২৭. উদ্দীপক এবং 'আমার পথ' প্রবন্ধ অনুসারে আমাদের মধ্যে কোন বিষয়টি নেই?

ক. জ্ঞানের আলো

খ. মর্যাদাবোধ

গ. বিবেকবোধ

ঘ. আত্মনির্ভরতা

সঠিক উত্তর : ঘ. আত্মনির্ভরতা

২৮. উক্ত বিষয়টির অভাবে আমাদের মধ্যে যা প্রবল হয়ে উঠছে?

ক. দাসত্ব

খ. হীনতা

গ. আত্মাভিমান

ঘ. বিবেকহীনতা

সঠিক উত্তর : ক. দাসত্ব

২৯. 'সারথি' শব্দের অর্থ কী?

ক. ঘোড়ার চালক

খ. গাড়িচালক

গ. রথচালক

ঘ. উটচালক

সঠিক উত্তর : গ. রথচালক

জীবন ও বৃক্ষ

মোতাহের হোসেন চৌধুরী

১. মোতাহের হোসেন চৌধুরী কাকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন?

ক. নদীকে

খ. বৃক্ষকে

গ. ধর্মকে

ঘ. আত্মকে

সঠিক উত্তর : খ. বৃক্ষকে

২. ' প্রকৃতিকে যে ধর্ম মানুষের সে ধর্ম'- উক্তি দ্বারা কি বোঝানো হয়েছে?

ক. পরোপকারিতা

খ. সহনশীলতা

গ. উদারতা

ঘ. সংবেদনশীলতা

সঠিক উত্তর : গ. উদারতা

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।

হাসান সাহেব বিদগ্ধ ব্যক্তি। তিনি একটি বৃক্ষ রোপণ করে পরিবারের সবাইকে ডেকে বললেন, 'এই বৃক্ষ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। বৃক্ষের অঙ্কুরোদগম থেকে ফুল-ফলের বিকশিত হওয়া পর্যন্ত তার কাছ থেকে শেখার শেষ নেই।'

৩. উদ্দীপকে হাসান সাহেবের সাথে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের কার সাদৃশ্য আছে?

ক. বৃক্ষের

খ. জীবনের

গ. লেখকের

ঘ. নদীর

সঠিক উত্তর : গ. লেখকের

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<84903 and publish = 1 order by id desc limit 3' at line 1