বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বিজ্ঞান

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর
  ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

কোনটিকে মূত্র তৈরির কারখানা বলা হয়?

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

অধ্যায় - ৫

২৩। কোন অংশটি মস্তিষ্ককে মেরুরজ্জুর সঙ্গে সংযোজিত করে?

ক. থ্যালামাস

খ. সেরিবেলাম

গ. মেডুলা

ঘ. পনস

সঠিক উত্তর : গ. মেডুলা

২৪। কোনটিকে মূত্র তৈরির কারখানা বলা হয়?

ক. ত্বক

খ. বৃক্ক

গ. যকৃৎ

ঘ. ফুসফুস

সঠিক উত্তর : খ. বৃক্ক

২৫। স্নায়ুতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. দুই

খ. তিন

গ. চার

ঘ. পঁাচ

সঠিক উত্তর : খ. তিন

২৬। নিউরন প্রধানত কয়টি অংশ নিয়ে গঠিত?

ক. পঁাচটি

খ. চারটি

গ. তিনটি

ঘ. দুটি

সঠিক উত্তর : ঘ. দুটি

২৭. গুরুমস্তিষ্ক ও পনসের মাঝখানে অবস্থান করেÑ

র. সেরিব্রাম

রর. মধ্যমস্তিষ্ক

ররর. লঘুমস্তিষ্ক

নিচের কোনটি সঠিক?

ক. রর খ. ররর

গ. র ও রর ঘ. র ও ররর

সঠিক উত্তর : ক. রর

অধ্যায়-৬

১। কে প্রথম পরমাণুর নামকরণ করেন?

ক. জন ডাল্টন

খ. বাজেির্লয়াস

গ. ডেমোক্রিটাস

ঘ. রাদারফোডর্

সঠিক উত্তর : গ. ডেমোক্রিটাস

২। আধুনিক রসায়নের প্রতিষ্ঠাতা কে?

ক. জন ডাল্টন

খ. অ্যারিস্টটল

গ. চ্যাডউইক

ঘ. বোর

সঠিক উত্তর : ক. জন ডাল্টন

৩। একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সবোর্চ্চ কয়টি ইলেকট্রন থাকে?

ক. ২

খ. ৮

গ. ১৮

ঘ. ৩২

সঠিক উত্তর : খ. ৮

৪। রাদারফোডের্র পরমাণু পরীক্ষণ থেকে সিদ্ধান্ত নেয়া যায়Ñ

র. পরমাণু অবিভাজ্য

রর. পরমাণুকে ভাঙা যায়

ররর. পরমাণুর বেশির ভাগ অংশই ফঁাকা

নিচের কোনটি সঠিক?

ক. রর খ. ররর

গ. র ও রর ঘ. র ও ররর

সঠিক উত্তর : খ. ররর

নিচের অংশটুকু পড় এবং ৫ ও ৬ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

কোনো মৌলের একটি পরমাণুতে ১০টি ইলেকট্রন ও ৮টি নিউট্রন রয়েছে।

৫। পরমাণুটির ভরসংখ্যা কত?

ক. ১০

খ. ১৬

গ. ১৮

ঘ. ২৬

সঠিক উত্তর : গ. ১৮

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<8183 and publish = 1 order by id desc limit 3' at line 1