logo
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০, ২০ শ্রাবণ ১৪২৬

  নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর   ১৫ ডিসেম্বর ২০১৯, ০০:০০  

৭ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

৭ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বস্ত্রশিল্প
আজ তোমাদের জন্য বাংলাদেশ

ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি

প্রশ্নোত্তর দেওয়া হলো

অধ্যায়: ১১

১৭. দেশটির সঙ্গে জাপানের মিল রয়েছে-

র. ভাষাগত দিক থেকে

রর. শারীরিক গঠনগত দিক থেকে

ররর. নৃতাত্ত্বিক দিক থেকে

নিচের কোনটি সঠিক?

ক. র খ. রর

গ. ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: খ. রর

১৮. গ্রীষ্মকালে জাপানের আবহাওয়া কেমন থাকে?

ক. আর্দ্র

খ. শীতল

গ. উষ্ণ

ঘ. বৃষ্টিবহুল

সঠিক উত্তর: ক. আর্দ্র

১৯. জাপানে শিক্ষার হার কত ভাগ?

ক. ৮০ ভাগ

খ. ৮৫ ভাগ

গ. ৯৮ ভাগ

ঘ. ১০০ ভাগ

\হসঠিক উত্তর: ঘ. ১০০ ভাগ।

২০. জাপানের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে তুমি নিচের কোনটিকে সমর্থন কর?

ক. কৃষি

খ. শিল্প

গ. বাণিজ্য

ঘ. মৎস্য

সঠিক উত্তর: খ. শিল্প।

২১. চীনের অর্থনীতি কী নির্ভর?

ক. বাণিজ্যনির্ভর

খ. রপ্তানিনির্ভর

গ. কৃষিনির্ভর

ঘ. শিল্পনির্ভর

সঠিক উত্তর: গ. কৃষিনির্ভর।

২২। কোরিয়ায় প্রচুর বৃষ্টিপাত হয় কোন মাসে-

জুন মাসে

জুলাই মাসে

ররর. আগস্ট মাসে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর

২৩. ভারত ও রাশিয়ার মাঝখানে অবস্থান যে দেশটির সেটি হচ্ছে-

ক. নেপাল

খ. চীন

গ. জাপান

ঘ. কোরিয়া

\হসঠিক উত্তর: খ. চীন।

২৪. জুয়াং, মাঞ্চু, হুই জাতির বসবাসের ক্ষেত্রে নিচের কোন দেশটি প্রযোজ্য?

ক. চীন

খ. জাপান

গ. কোরিয়া

ঘ. মালয়েশিয়া

সঠিক উত্তর: ক. চীন।

২৫. প্রাচীনকাল থেকে ভারত কিসের জন্য বিখ্যাত?

ক. সিমেন্টশিল্প

খ. ইস্পাতশিল্প

গ. বস্ত্রশিল্প

ঘ. সিরামিকশিল্প

সঠিক উত্তর: গ. বস্ত্রশিল্প।

২৬. আমাদের নিকটতম প্রতিবেশী দেশ কোনটি?

ক. ভারত

খ. পাকিস্তান

গ. মালয়েশিয়া

ঘ. জাপান

সঠিক উত্তর: ক. ভারত

২৭. চীন কয়টি প্রদেশে বিভক্ত?

ক. ২০

খ. ২২

গ. ২৪

ঘ. ২৫

\হসঠিক উত্তর: খ. ২২।

২৮. চীনের শিক্ষার হার কত?

ক. ৭৬ ভাগ

খ. ৮০ ভাগ

গ. ৮৬ ভাগ

ঘ. ৯০ ভাগ

সঠিক উত্তর: গ. ৮৬ ভাগ।

২৯. চীনে কতটি জাতির বসবাস রয়েছে?

ক. ৫২টি

খ. ৫৪টি

গ. ৫৬টি

ঘ. ৫৭টি

সঠিক উত্তর: গ. ৫৬টি।

৩০. চীনের স্থানীয় নাম কী?

ক. ঝুংঘু

খ. হুই

গ. চুচাং

ঘ. ফুয়াং

সঠিক উত্তর: ক. ঝুংঘু।

৩১. ভারতের লোকসংখ্যা কত

ক. ১১০ কোটি

খ. ১১৫ কোটি

গ. ১২০ কোটি

ঘ. ১২৫ কোটি

সঠিক উত্তর: গ. ১২০ কোটি।

৩২. কোরিয়া যখন দুই ভাগে বিভক্ত হয়ে যায়?

ক. প্রথম বিশ্বযুদ্ধের সময়

খ. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়

গ. প্রথম বিশ্বযুদ্ধের পর

ঘ. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর

সঠিক উত্তর: ঘ. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর।

৩৩. কোরিয়ার পূর্বে কী রয়েছে?

ক. জাপান সাগর

খ. পীতসাগর

গ. ভারত মহাসাগর

ঘ. বঙ্গোপসাগর

সঠিক উত্তর: ক. জাপান সাগর।

৩৪. দুই কোরিয়ায় দ্বীপের সংখ্যা কত?

ক. প্রায় দুই হাজার

খ. প্রায় তিন হাজার

গ. প্রায় আড়াই হাজার

ঘ. প্রায় সাড়ে তিন হাজার

সঠিক উত্তর: খ. প্রায় তিন হাজার।

৩৫. কোরিয়ায় কয় ধরনের ঋতু দেখা যায়?

ক. দুই

খ. তিন

গ. চার

ঘ. পাঁচ

সঠিক উত্তর: গ. চার।

৩৬. মালয়েশিয়ার রাজধানীর নাম কী?

ক. কুয়ালালামপুর

খ. জর্জটাউন

গ. টোকিও

ঘ. সিউল

সঠিক উত্তর: ক. কুয়ালালামপুর।

৩৭. মান্দারিন ভাষা সারা বিশ্বে কী নামে পরিচিত?

ক. চীনা ভাষা

খ. কোরিয়ান ভাষা

গ. মালয়ী ভাষা

ঘ. ঝুংঘু

সঠিক উত্তর: ক. চীনা ভাষা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে