বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

এসএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
  ১৫ ডিসেম্বর ২০১৯, ০০:০০
এসএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
মসলিন কাপড়

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

পঞ্চম অধ্যায়

১। প্রাচীনকাল থেকে বিশ্ববিখ্যাত কোন কাপড় বাংলায় তৈরি হতো?

(ক) রেয়ন

(খ) রেশমি

(গ) মসলিন

(ঘ) পশমি

সঠিক উত্তর: (গ) মসলিন

২। প্রাচীন বাংলার অর্থনীতিকে কৃষিনির্ভর বলা হয়, কেননা এ সময়ে-

(র) বাংলার প্রধান ফসল ছিল ধান;

(রর) ইক্ষু, তুলা ও পান চাষের জন্য বাংলার খ্যাতি ছিল

(ররর) প্রধান অর্থকরী ফসল ছিল পাট।

(ক) র (খ) রর

(গ) রর ও ররর (ঘ) র ও রর

সঠিক উত্তর: (ঘ) র ও রর

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : কবিতা গ্রীষ্মের ছুটিতে মা-বাবার সঙ্গে কুমিলস্নার ময়নামতিতে শালবন বিহার পরিদর্শনে যায়। সেখানে গিয়ে লক্ষ্য করে যে, বিহারের মাঝখানে উঁচু ঢিবির ওপর কেন্দ্রীয় মন্দির, চারপাশে বৌদ্ধ ভিক্ষুদের জন্য অসংখ্য কক্ষ, দেয়ালে টেরাকাটা অঙ্কন। সবকিছু মিলিয়ে অপূর্ব প্রাচীন নিদর্শন।

৩। কবিতার দেখা প্রাচীন নিদর্শনের বৈশিষ্ট্যের সঙ্গে প্রাচীন বাংলার কোন নিদর্শনের মিল খুঁজে পাওয়া যায় ?

(ক) ঢাকার আশরাফপুরের

(খ) চট্টগ্রামের ঝেওয়ারির

(গ) নওগাঁর পাহাড়পুরের

(ঘ) বাঁকুড়ার বহুলাড়ার

সঠিক উত্তর: (ঘ) বাঁকুড়ার বহুলাড়ার

৪। ওই প্রাচীন নিদর্শন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়-

(র) বৌদ্ধদের নির্মিত

(রর) জ্ঞান সাধনার স্থান

(ররর) দেশে-বিদেশে যথেষ্ট খ্যাতি রয়েছে।

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর

৫। আর্যধর্মের বিবর্তনে নিচের কোনটির প্রভাব?

(ক) আন্তর্জাতিক ধর্ম বিশ্বাস

(খ) স্থানীয় ধর্ম বিশ্বাস

(গ) ঋষিদের ধর্ম বিশ্বাস

(ঘ) জনসাধারণের ধর্ম বিশ্বাস

সঠিক উত্তর: (খ) স্থানীয় ধর্ম বিশ্বাস

৬। পাল শাসনের আমলেও কোন ধর্মের প্রভাব অটুট ছিল ?

(ক) সনাতন ধর্মের

(খ) বৈদিক ধর্মের

(গ) ইসলাম ধর্মের

(ঘ) জৈন ধর্মের

সঠিক উত্তর: (গ) ইসলাম ধর্মের

৭। প্রাচীন বাংলার শিল্পকলা ধ্বংস হওয়ার যথার্থ কারণ কেনিটি?

\হ(ক) নানাবিধ কারণ

(খ) রুচিবোধের পরিবর্তন

(গ) যুগের পরিবর্তন

(ঘ) সময়ের পরিবর্তন

সঠিক উত্তর: (ক) নানাবিধ কারণ

৮। প্রাচীন বাংলার সবচেয়ে প্রাচীন মন্দির হিসেবে ধারণা করা হয় নিচের কোনটিকে ?

(ক) বরাকরের মন্দির

(খ) বৌদ্ধ মন্দির

(গ) রাম মন্দির

(ঘ) শিব মন্দির

সঠিক উত্তর: (ক) বরাকরের মন্দির

৯। গুপ্তযুগের মূর্তিগুলো কেমন ছিল?

(ক) কদর্য

(খ) উন্নতমানের

(গ) কদাকার

(ঘ) নিম্নমানের

\হসঠিক উত্তর: (খ) উন্নতমানের

নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও : আমাদের খুব পরিচিত 'ক' নামক অঞ্চলে উৎপাদিত পণ্য বিদেশে খুব সমাদৃত ছিল। কালের বিবর্তনে তা হারিয়ে গেছে এবং বর্তমানে তা পুনঃউদ্ধারের চেষ্টা চলছে।

১০। 'ক' নামক অঞ্চলের সঙ্গে কোন অঞ্চলের সাদৃশ্য রয়েছে ?

(ক) মালদহ

(খ) উড়িষ্যা

(গ) বাংলা

(ঘ) বিহার

সঠিক উত্তর: (গ) বাংলা

১১। উদ্দীপকে আলোচিত বিষয়টি যার পরিচায়ক-

(র) মসলিন শাড়ি

(রর) জামদানি শাড়ি

(ররর) রেশমি শাড়ি

(ক) র (খ) রর

(গ) র ও ররর (ঘ) র,রর ও ররর

সঠিক উত্তর: (র) মসলিন শাড়ি

১২। বঙ্গে প্রাচুর্য ছিল-

(র) কৃষিকাজের

(রর) প্রাকৃতিক দ্রব্যের

(ররর) শিল্প দ্রব্যের

(ক) র (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (খ) র ও ররর

১৩। প্রাচীন বাংলায় আমোদ-প্রমোদের ব্যবস্থা ছিল কেমন?

(ক) প্রচুর

(খ) অল্প

(গ) সামান্য

(ঘ) নামমাত্র।

সঠিক উত্তর: (ক) প্রচুর

১৪। নিচের কোন যুগটিকে পাল যুগের শিল্পকলা হিসেবে সমর্থন করা যায়?

(ক) নবম-দ্বাদশ শতক

(খ) নবম-ত্রয়োদশ শতক

(গ) নবম-চতুর্দশ শতক

(ঘ) নবম- পঞ্চদশ শতক

সঠিক উত্তর: (ক) নবম-দ্বাদশ শতক

১৫। প্রাচীন বাংলার শিল্পীরা যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন নিচের কোন ক্ষেত্রে?

(ক) গান গাওয়াতে

(খ) সাহিত্য রচনায়

(গ) রেখার সাহায্যে চিত্রাঙ্কনে

(ঘ) ছবি আঁকায়

সঠিক উত্তর: (গ) রেখার সাহায্যে চিত্রাঙ্কনে।

১৬। মানুষ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার যথার্থ কারণ হলো-

(র) সামাজিক

(রর) রাজনৈতিক

(ররর) অর্থনৈতিক

নিচের কোনটি সঠিক

(ক) র (খ) রর ও ররর

(গ) র ও রর (ঘ) র,রর ও ররর

সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর

১৭। প্রাচীনকালে জমিজমা মাপা হতো কীভাবে?

(ক) গজ দিয়ে

(খ) নল দিয়ে

(গ) ফিতা দিয়ে

(ঘ) রশি দিয়ে

সঠিক উত্তর: (খ) নল দিয়ে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে