শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বিজ্ঞান

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রÑ
সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর
  ১৫ আগস্ট ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

অধ্যায় - ৫

৩। ইথিলিনের কাজ কী?

ক. ফল পাকানো

খ. উদ্ভিদের দৈঘর্্য বৃদ্ধি

গ. ফল ঝরে পড়া রোধ

ঘ. বীজের সুপ্তাবস্থা কাটানো

সঠিক উত্তর : ক. ফল পাকানো

৪। নিউরনের সঙ্গে কোনটির সম্পকর্ আছে?

ক. স্নায়ুতন্ত্র

খ. শ্বসনতন্ত্র

গ. রেচনতন্ত্র

ঘ. কঙ্কালতন্ত্র

সঠিক উত্তর : ক. স্নায়ুতন্ত্র

৫। মানবদেহের দীঘর্তম কোষ কোনটি?

ক. শুক্রাণু

খ. নিউরন

গ. অ্যাক্সন

ঘ. পেশিকোষ

সঠিক উত্তর : খ. নিউরন

৬। একটি নিউরনে কয়টি অ্যাক্সন থাকে?

ক. একটি

খ. দুটি

গ. তিনটি

ঘ. চারটি

সঠিক উত্তর : ক. একটি

৭। স্নায়ুতাড়না পরিবহনের মাধ্যম কোনটি?

ক. মেরুরজ্জু

খ. গুরুমস্তিষ্ক

গ. লঘুমস্তিষ্ক

ঘ. সাইন্যাপস

সঠিক উত্তর : ঘ. সাইন্যাপস

৮। কোনটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র?

ক. পনস

খ. মেডুলা

গ. মস্তিষ্ক

ঘ. প্রান্তীয় রজ্জু

সঠিক উত্তর : গ. মস্তিষ্ক

৯। কোনটি মস্তিষ্কের বেঁাটাস্বরূপ?

ক. পনস

খ. সেরিব্রাম

গ. শ্বেত পদাথর্

ঘ. মেডুলা

সঠিক উত্তর : ঘ. মেডুলা

১০। আমাদের দেহের প্রধান রেচন অঙ্গ কোনটি?

ক. চমর্

খ. বৃক্ক

গ. যকৃৎ

ঘ. ফুসফুস

সঠিক উত্তর : খ. বৃক্ক

১১। শাখাকলমে মূল সৃষ্টি করেÑ

র. অক্সিন

রর. জিবরেলিন

ররর. ইথিলিন

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<7965 and publish = 1 order by id desc limit 3' at line 1