শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি (বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা)

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
  ১৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০
মিশরের অর্থনীতি নির্ভর করত-

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

অধ্যায় দ্বিতীয়

৭০। পেস্নটো কোন গ্রন্থে তার আদর্শ রাষ্ট্রের কথা উলেস্নখ করেছেন?

(ক) রিপাবলিক

(খ) ইলিয়ড

(গ) পলিটিক্স

(ঘ) হোমার

সঠিক উত্তর : (খ) ইলিয়ড

৭১। পোসিডন কিসের দেবতা ছিলেন?

(ক) চন্দ্রের

(খ) সূর্যের

(গ) সাগরের

(ঘ) আগুনের

সঠিক উত্তর : (গ) সাগরের

৭২। রোমন সভ্যতায় অন্ধকার যুগ হিসেবে কোন সময়কে ধরা হয়?

(ক) ১৪৬-৪৩ খ্রিস্টপূর্ব অব্দ

(খ) ১৪৬-৪৪ খ্রিস্টপূর্ব অব্দ

(গ) ১৪৬-৪৫ খ্রিস্টপূর্ব অব্দ

(ঘ) ১৪৬-৪৬ খ্রিস্টপূর্ব অব্দ

সঠিক উত্তর: (ঘ) ১৪৬-৪৬ খ্রিস্টপূর্ব অব্দ

৭৩। হায়রোগিস্নফিক বা পবিত্র অক্ষর ব্যবহৃত হতো-

(র) রাজার আদেশ প্রচারের জন্য

(রর) ধর্মীয় বাণী হিসেবে

(ররর) যুদ্ধক্ষেত্রে

নিচের কোনটি সঠিক

(ক) র (খ) রর

(গ) র ও রর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (গ) র ও রর

৭৪। গ্রিক শিশুদের খেলাধুলায় হাতেখড়ি হতো কোথায়?

(ক) বিদ্যালয়ে

(খ) ক্লাবে

(গ) বাড়িতে

(ঘ) কলেজে

সঠিক উত্তর : (ক) বিদ্যালয়ে

৭৫। রোমীয় সমাজে গিস্নবিয়ানরা কোন শ্রেণিভুক্ত ছিল?

(ক) অবহেলিত

(খ) উন্নত

(গ) বঞ্চিত

(ঘ) পীড়িত

সঠিক উত্তর : (গ) বঞ্চিত

৭৬। মিশরীয় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য কোনটি?

(ক) আধুনিক অস্ত্র আবিষ্কার

(খ) আগুন আবিষ্কার

(গ) কলম আবিষ্কার

(ঘ) অক্ষর আবিষ্কার

সঠিক উত্তর : (ঘ) অক্ষর আবিষ্কার

৭৭। সিন্ধু সভ্যতার যুগে মানুষ কীভাবে বসবাস করত?

(ক) সমাজবদ্ধভাবে

(খ) বিচ্ছন্নভাবে

(গ) পারিবারিকভাবে

(ঘ) শান্তিময় পরিবেশে

সঠিক উত্তর : (ক) সমাজবদ্ধভাবে

৭৮। গ্রিকদের দেয়া কাগজের নামের ক্ষেত্রে কোন নামটি প্রযোজ্য?

(ক) প্যাপিরাস

(খ) কর্ণফুলী

(গ) ডিমাই

(ঘ) পেপারস

সঠিক উত্তর: (ক) প্যাপিরাস

৭৯। সভ্যতায় মিশরীয়দের অবদান-

(র) কাগজ আবিষ্কার

(রর) লিখন পদ্ধতি

(ররর) আধুনিক তথ্যপ্রযুক্তি

নিচের কোনটি সঠিক

(ক) র (খ) র ও রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (খ) র ও রর

৮০। মিশরীয়রা মন্দিরের দেয়াল সাজাতে গিয়ে কোন শিল্পের সূচনা করে?

(ক) চিত্রশিল্পের

(খ) মৃৎশিল্পের

(গ) পোড়ামাটির শিল্পের

(ঘ) কাগজ শিল্পের

সঠিক উত্তর : (ক) চিত্রশিল্পের

৮১। মিশরীয়দের প্রিয় রং ছিল-

(ক) লালসাদা

(খ) সবুজকালো

(গ) হলুদনীল

(ঘ) সাদকালো

সঠিক উত্তর : (ঘ) সাদকালো

৮২। মিশরের অর্থনীতি কীসের ওপর নির্ভর করত?

(ক) সাহায্যের ওপর

(খ) বাণিজ্যের ওপর

(গ) কৃষির ওপর

(ঘ) ঋণের ওপর

সঠিক উত্তর : (গ) কৃষির ওপর

৮৩। নীলনদ উপত্যকার আয়তন কত?

(ক) পাঁচশ মাইল

(খ) পাঁচশ পঞ্চাশ মাইল

(গ) ছয়শ মাইল

(ঘ) ছয়শ পঞ্চাশ মাইল

সঠিক উত্তর : (খ) পাঁচশ পঞ্চাশ মাইল

৮৪। সিন্ধু সভ্যতা কিসের সমসাময়িক?

(ক) প্রাচীন সভ্যতা

(খ) চৈনিক সভ্যতা

(গ) গ্রিক সভ্যতা

(ঘ) মিশরীয় সভ্যতা

সঠিক উত্তর : (ক) প্রাচীন সভ্যতা

৮৫। মিশরের প্রথম রাজা কে ছিলেন?

(ক) করাবী

(খ) ফারাও

(গ) ফাতেহ

(ঘ) কামরান

সঠিক উত্তর : (খ) ফারাও

৮৬। ফারাওরা কেমন ছিলেন?

(ক) ক্ষমতাশালী

(খ) উচ্চবিত্ত

(গ) দুর্বল

(ঘ) ব্যবসায়ী

সঠিক উত্তর : (ক) ক্ষমতাশালী

৮৭। সিন্ধু সভ্যতা কোন অববাহিকায় গড়ে উঠেছিল?

(ক) নীল নদের

(খ) সিন্ধু নদের

(গ) ব্রহ্মপুত্র নদের

(ঘ) কপোতাক্ষ নদের

সঠিক উত্তর : (খ) সিন্ধু নদের

৮৮। রোমে কোনটির যথেষ্ট জনপ্রিয়তা ছিল?

(ক) যিশু দর্শন

(খ) মাজার দর্শন

(গ) গুরুজন দর্শন

(ঘ) স্টোইকবাদী দর্শন

\হসঠিক উত্তর : (ঘ) স্টোইকবাদী দর্শন

৮৯। প্যানথিয়ন কিসের নাম?

(ক) মন্দিরের

(খ) গির্জার

(গ) মসজিদের

(ঘ) রাজ ভবনের নাম

সঠিক উত্তর : (ক) মন্দিরের

৯০। সক্রেটিস কীভাবে মৃতু্যবরণ করেন?

(ক) আত্মহত্যা করে

(খ) বিষপানে

(গ) ফাঁসিতে ঝুলে

(ঘ) নৌ-দুর্ঘটনায়

সঠিক উত্তর : (খ) বিষপানে

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<79646 and publish = 1 order by id desc limit 3' at line 1