শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি (বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা)

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
  ১১ ডিসেম্বর ২০১৯, ০০:০০
পাথরের অস্ত্র দিয়ে পশু শিকার

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

দ্বিতীয় অধ্যায়

নিচের উদ্দীপকটি পড় এবং ৪১, ৪২ ও ১২নং প্রশ্নের উত্তর দাও : মার্জিয়া সমাজের ধনী ব্যক্তিদের ছেলেরা ১৮ বছর পর্যন্ত লেখাপড়া করত। কারিগর এবং কৃষকদের ছেলেমেয়েদের লেখাপড়ার তেমন সুযোগ ছিল না এবং দাসদের সন্তানদের বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ছিল। মেয়েরা বিদ্যালয়ে গিয়ে খেলাপড়া করতে পারত না।

৪১। উক্ত সমাজের মধ্যে নিচের কোন সভ্যতার শিক্ষাব্যবস্থার রীতিনীতি ফুটে উঠেছে?

(ক) মিশরীয়

(খ) ফিনিসীয়

(গ) সিন্ধু

(ঘ) গ্রিক

সঠিক উত্তর : (ঘ) গ্রিক

৪২। উদ্দীপকের সঙ্গে যে সভ্যতার মিল রয়েছে সে সভ্যতা অবসান ঘটার কারণ কোনটি?

(ক) বন্যা ও বিদেশি আক্রমণ

(খ) ভূমিকম্প

(গ) রাজার মৃতু্য

(ঘ) আগ্নেয়গিরি

সঠিক উত্তর : (ক) বন্যা ও বিদেশি আক্রমণ

৪৩। উক্ত সভ্যতার লোকেরা করেছিল-

(র) প্রথম বিজ্ঞানচর্চার সূত্রপাত

(রর) বর্ণমালার আবিষ্কার

(ররর) প্রাচীন অলিম্পিকের প্রবর্তক

নিচের কোনটি সঠিক

(ক) র ও রর (খ) ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (গ) র ও ররর

৪৪। গ্রিক সমাজে রাষ্ট্রের নির্দেশে কারা ধর্মীয় দায়িত্ব পালন করতেন?

(ক) পীরেরা

(খ) ফাদাররা

(গ) পাদ্রিরা

(ঘ) পুরাহিতরা

সঠিক উত্তর : (ঘ) পুরাহিতরা

৪৫। সক্রেটিসের শিষ্য ছিলেন কে?

(ক) পেস্নটো

(খ) আইনস্টাইন

(গ) ম্যাকাইভার

(ঘ) রুশো

সঠিক উত্তর : (ক) পেস্নটো

৪৬। মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্যের ক্ষেত্রে সমর্থনযোগ্য হলো-

(র) বই আবিষ্কার

(রর) লিপি আবিষ্কার

(ররর) অক্ষর আবিষ্কার

নিচের কোনটি সঠিক

(ক) র (খ) রর ও ররর

(গ) র ও রর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (খ) রর ও ররর

৪৭। সূর্যদেবতার নামের ক্ষেত্রে কোনটি অধিক যুক্তিযুক্ত?

(ক) এনট

(খ) এটন

(গ) এলন

(ঘ) এজন

সঠিক উত্তর : (খ) এটন

৪৮। নীলনদ না থাকলে মিশর কিসে পরিণত হতো?

(ক) মরুভূমিতে

(খ) উন্নত রাষ্ট্রে

(গ) মিঠা পানির দেশে

(ঘ) বরফে

সঠিক উত্তর : (ক) মরুভূমিতে

৪৯। আদিমযুগের মানুষ কীভাবে পশু শিকার করত?

(ক) বালামের অস্ত্র দিয়ে

(খ) কাঠের অস্ত্র দিয়ে

(গ) পাথরের অস্ত্র দিয়ে

(ঘ) বাঁশের অস্ত্র দিয়ে

সঠিক উত্তর : (গ) পাথরের অস্ত্র দিয়ে

৫০। ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্র কোনটি?

(ক) লিবিয়া

(খ) মিশর

(গ) গ্রিস

(ঘ) সিরিয়া

সঠিক উত্তর : (খ) মিশর

৫১। প্রথম রাজবংশের শাসনামল শুরু হয় কত সালে?

(ক) খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দ থেকে

(খ) খ্রিষ্টপূর্ব ৩১০০ অব্দ থেকে

(গ) খ্রিষ্টপূর্ব ৩২০০ অব্দ থেকে

(ঘ) খ্রিষ্টপূর্ব ৩৩০০ অব্দ থেকে

সঠিক উত্তর : (গ) খ্রিষ্টপূর্ব ৩২০০ অব্দ থেকে

৫২। নবোপলীয় যুগের ক্ষেত্রে প্রযোজ্য-

(র) মানুষ কৃষি কাজ শেখে

(রর) মানুষ নদীর তীরে বসবাস শুরু করে

(ররর) মানুষ ঘরবাড়ি নির্মাণ করতে শেখে

নিচের কোনটি সঠিক

(ক) র (খ) র ও রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর

৫৩। অলিম্পিক খেলার সূচনা হয় কোথায়?

(ক) রোমে

(খ) গ্রিসে

(গ) তুরস্কে

(ঘ) বলিভিয়া

সঠিক উত্তর : (খ) গ্রিসে

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<79343 and publish = 1 order by id desc limit 3' at line 1