বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা
  ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অধ্যায়-২

৩৩. রাকিবের কম্পিউটার থেকে হাসানের কম্পিউটারে ডেটা স্থানান্তরে সিগন্যাল দুর্বল হয়ে পড়ে। যে ডিভাইসটি ব্যবহার করে সমস্যাটি সমাধান করা যায়, তা হলো-

ক. হাব

খ. সুইচ

গ. রিপিটার

ঘ. রাউটার

সঠিক উত্তর: ঘ. রাউটার

৩৪. কোন ডিভাইস হাফ-ডুপেক্স মোডে ডেটা আদান-প্রদান করা হয়?

ক. রেডিও

খ. মোবাইল ফোন

গ. ওয়াকিটকি

ঘ. কম্পিউটার

সঠিক উত্তর: গ. ওয়াকিটকি

৩৫. হাব ব্যবহৃত হয় কোন টপোলজিতে?

ক. রিং

খ. স্টার

গ. বাস

ঘ. মেস

সঠিক উত্তর: খ. স্টার

নিচের উদ্দীপকের আলোকে ৩৬ ও ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

আনিস সাহেব তার অফিসের সব কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করেন। দেশি কাস্টমার ও কোম্পানির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে প্রতিটি কম্পিউটার সক্ষম। তিনি অল্পসংখ্যক প্রিন্টার, স্ক্যানার ব্যবহার করে যাবতীয় কাজ সমাধান করেন। ফলে আনিস সাহেবের অফিসের কাজের গতি বৃদ্ধি পায়।

৩৬. উদ্দীপকে বর্ণিত অফিসটিতে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে-

ক. চঅঘ

খ. খঅঘ

গ. গঅঘ

ঘ. ডঅঘ

সঠিক উত্তর: খ. খঅঘ

৩৭. উদ্দীপকে অফিসটিতে বিদ্যমান ব্যবস্থায়-

র. রিসোর্স শেয়ারিং সহজতর হবে

রর. সিদ্ধান্ত গ্রহণ সহজতর হবে

ররর. তথ্য ব্যবস্থাপনায় ব্যয় বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ক. র ও রর

৩৮. বস্নুটুথের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি হয়?

ক. চঅঘ

খ. খঅঘ

গ. গঅঘ

ঘ. ডঅঘ

সঠিক উত্তর: ক. চঅঘ

৩৯. ভয়েজ ব্যান্ড বেশি ব্যবহৃত হয় কোনটিতে?

ক. টেলিফোনে

খ. টেলিগ্রাফে

গ. স্যাটেলাইটে

\হঘ. কম্পিউটারে

সঠিক উত্তর: ক. টেলিফোনে

৪০. সার্ভারের ধারণক্ষমতার অতিরিক্ত কাজের জন্য সহায়ক হিসেবে ব্যবহৃত হয় কোনটি?

ক. ক্লায়েন্ট সার্ভার

খ. ক্লাউড কম্পিউটিং

গ. ওয়েব সার্ভার

ঘ. ডিস্ট্রিবিউটেড ডেটাবেইস

সঠিক উত্তর: খ. ক্লাউড কম্পিউটিং

৪১. কোনটি একমুখী ডেটাপ্রবাহ?

ক. সিনক্রোনাস

খ. হাফ-ডুপেক্স

গ. আইসোক্রোনাস

ঘ. সিমপেক্স

সঠিক উত্তর: ঘ. সিমপেক্স

৪২. ব্যান্ডউইট্‌থ কী?

ক. ডেটাপ্রবাহের হার

খ. ডেটাপ্রবাহের মাধ্যম

গ. ডেটাপ্রবাহের দিক

ঘ. ডেটাপ্রবাহের পদ্ধতি

সঠিক উত্তর: ক. ডেটাপ্রবাহের হার

৪৩. ভয়েজ ব্যান্ডে ডেটার স্পিড কত?

ক. ৪৫-৩০০ নঢ়ং

খ. ৪৫০-৯৬০০ নঢ়ং

গ. ৯৬০০-১ সনঢ়ং

\হঘ. সর্বনিম্ন ১ মনঢ়ং

সঠিক উত্তর: খ. ৪৫০-৯৬০০ নঢ়ং

৪৪. ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার?

ক. ৬

খ. ৫

গ. ৪

ঘ. ৩

সঠিক উত্তর: ঘ. ৩

\হনিচের উদ্দীপকের আলোকে ৪৫ ও ৪৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:

আরিফ সাহেবের অফিসে ১৩টি কম্পিউটার তিনটি স্তরে বিভক্ত করে সংযোগ দেয়া হলো। প্রথম স্তরের কম্পিউটারটি নষ্ট হওয়ায় পুরো ব্যবস্থাটি অকার্যকর হয়ে পড়ে। নতুন একটি শাখা অফিস স্থাপন করতে গিয়ে প্রতিষ্ঠানটি একটি বৃহৎ কোম্পানির সার্ভার ভাড়া নেয়ার সিদ্ধান্ত নেয়।

৪৫. উদ্দীপকে কী ধরনের টপোলজি ব্যবহৃত হয়েছে?

ক. রিং

খ. বাস

গ. স্টার

ঘ. ট্রি

সঠিক উত্তর: ঘ. ট্রি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<79017 and publish = 1 order by id desc limit 3' at line 1