বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
কোনটি প্রকৃত ফল?

জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি (বিজ্ঞান)

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর য়
  ১৪ আগস্ট ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

অধ্যায় - ৪

১৬। কোনটি প্রকৃত ফল?

ক. আম

খ. আতা

খ. আপেল

ঘ. চালতা

সঠিক উত্তর : ক. আম

১৭। নিশ্চিতকরণের পূবর্শতর্ কী?

ক. পরাগায়ন

খ. পরাগনালি সৃষ্টি

গ. জনন কোষ সৃষ্টি

ঘ. গভার্শয়

সঠিক উত্তর : গ. জনন কোষ সৃষ্টি

১৮। স্বপরাগায়নের সুবিধা কোনটি?

ক. নতুন চরিত্রের সংমিশ্রণ হয়

খ. প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয়

গ. নতুন প্রকরণ সৃষ্টি হতে পারে

ঘ. বীজ সঠিক জীবনীশক্তিসম্পন্ন হয়

সঠিক উত্তর : খ. প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয়

১৯। কোনটি মাটির নিচে সমান্তরালভাবে অবস্থান করে?

ক. কন্দ

খ. স্টোলন

গ. রাইজোম

ঘ. অফসেট

সঠিক উত্তর : গ. রাইজোম

২০। বুলবিলের মাধ্যমে প্রজনন হয় কোনটির?

ক. পাথরকুচি

খ. ফণীমনসা

গ. কচুরিপানা

ঘ. চুপড়ি আলু

সঠিক উত্তর : ঘ. চুপড়ি আলু

২১। ফুলের সবচেয়ে বাইরের অংশ কোনটি?

ক. বৃতি

খ. দল

গ. পুংকেশর

ঘ. স্ত্রীকেশর

সঠিক উত্তর : ক. বৃতি

২২। ফল ও বীজ উৎপাদনের পূবর্শতর্ কোনটি?

ক. নিষেক

খ. পরাগায়ন

গ. পুংগ্যামেট সৃষ্টি

ঘ. স্ত্রীগ্যামেট সৃষ্টি

সঠিক উত্তর : খ. পরাগায়ন

অধ্যায়-৫

১। কোন হরমোন পাতায় উৎপন্ন হয়?

ক. জিবরেলিন

খ. ফ্লোরিজেন

গ. ইথিলিন

ঘ. সাইটোকাইনিন

সঠিক উত্তর : খ. ফ্লোরিজেন

২। আগাছা দমনে কোনটি ব্যবহৃত হয়?

ক. অক্সিন

খ. জিবরেলিন

গ. সাইটোকাইনিন

ঘ. অ্যাবসিসিক অ্যাসিড

সঠিক উত্তর : ক. অক্সিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<7840 and publish = 1 order by id desc limit 3' at line 1