শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

অর্থনীতি ১ম পত্র

শেখ আবু সাঈদ আবদুলস্নাহ্‌, প্রভাষক অর্থনীতি বিভাগ, কুমিলস্না অজিত গুহ মহাবিদ্যালয়
  ২৩ নভেম্বর ২০১৯, ০০:০০

দ্বিতীয় অধ্যায়

৭. চাহিদা কত প্রকার?

উত্তর : চাহিদা মূলত তিন প্রকার।

যথা - ক) আয় চাহিদা, খ) দাম চাহিদা এবং গ) আড়াআড়ি চাহিদা।

৮. চাহিদা সূচি কত প্রকার?

উত্তর : চাহিদা সূচি দুই প্রকার। যথা- ক) ব্যক্তিগত চাহিদা সূচি এবং খ) বাজার চাহিদা সূচি।

৯. চাহিদা রেখা কী?

উত্তর : যে রেখা দ্বারা একটি দ্রব্যের বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ নির্দেশ করে তাকে চাহিদা রেখা বলা হয়।

১০. চাহিদা রেখার আকৃতি কেমন হয়?

উত্তর : ডানদিকে নিম্নগামী হয়।

১১. চাহিদা অপেক্ষক গাণিতিকভাবে প্রকাশ কর।

উত্তর : ছফ = ভ (চ) এখানে, ছফ = চাহিদার পরিমাণ এবং চ = দাম।

১২. একটি লিনিয়ার/সরলরৈখিক চাহিদা সমীকরণ লিখ।

উত্তর : ছফ = ১০ - ২চ

১৩. চাহিদা রেখা ডানদিকে নিম্নগামী হওয়ার কারণ কী?

উত্তর : ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কার্যকারিতার ফলে চাহিদা রেখা ডানদিকে নিম্নগামী হয়।

১৪. পরিপূরক দ্রব্য কী?

উত্তর : যখন কোনো অভাব পূরণের জন্য দুটি দ্রব্য একই সঙ্গে ব্যবহার করতে হয় এবং একটি ছাড়া অন্যটি ব্যবহার করা যায় না এরূপ দ্রব্যকে পরিপূরক দ্রব্য বলা হয়। যেমন- কালি ও কলম, মোবাইল ও সিম ইত্যাদি।

১৫. নিকৃষ্ট দ্রব্য কী?

উত্তর : ভোক্তার আয় বাড়লে যে দ্রব্যের চাহিদার পরিমাণ বৃদ্ধি না পেয়ে বরং কমে যায় তাকে নিকৃষ্ট দ্রব্য বলা হয়।

১৬. মোটা কাপড়, চাল, ডাল, আলু ইত্যাদি কী ধরনের দ্রব্য?

উত্তর : গিফেন দ্রব্য।

১৭. আয় চাহিদা কী?

উত্তর : আয়ের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন তাই আয় চাহিদা।

১৮. ছউ = ১০০ - ৫চ চাহিদা অপেক্ষক অনুযায়ী দ্রব্যটি বিনামূল্যে পাওয়া গেলে চাহিদার পরিমাণ কত হবে?

উত্তর : ১০০ একক।

১৯. নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে চাহিদার ওপর কী প্রভাব পরে?

উত্তর : চাহিদা হ্রাস পায়।

২০. উ = ১০-২চ হতে অঙ্কিত চাহিদা রেখার আকৃতি কেমন হবে?

উত্তর : উ = ১০-২চ হতে অঙ্কিত চাহিদা রেখাটি ডানদিকে নিম্ন্নগামী এবং সরলাকৃতির হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<76614 and publish = 1 order by id desc limit 3' at line 1