শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
৭ম শ্রেণির পড়াশোনা

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

নতুনধারা
  ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অধ্যায়-৭

১. বাংলাদেশের জলবায়ু সম্ভাবাপন্ন হওয়ার কারণ কোনটি?

ক. সমুদ্রের নিকটবর্তী অবস্থান

খ. পাহাড়ের অবস্থান

গ. পস্নাবন সমভূমির অবস্থান

ঘ. বনাঞ্চলের অবস্থান

সঠিক উত্তর : ক. সমুদ্রের নিকটবর্তী অবস্থান

২. বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি বোঝার জন্য গুরুত্বপূর্ণ-

র. মৃত্তিকার গঠন

রর. বনভূমির অবস্থান

ররর. ভূমির ঢাল

নিচের কোনটি সঠিক?

ক. র খ. র ও রর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

৩. বাংলাদেশের প্রকৃতি সুজলা-সুফলা-শস্য-শ্যামলা হওয়ার যথার্থ কারণ কোনটি?

ক. নদ-নদীর প্রভাব

খ. প্রতিকূল পরিবেশ

গ. অনুকূল আবহাওয়া

ঘ. প্রতিকূল আবহাওয়া

সঠিক উত্তর: গ. অনুকূল আবহাওয়া

৪. সারা পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের মূল কারণ কী?

ক. হ্যালোজেন গ্যাস

খ. সিএনজি

গ. গ্রিনহাউস গ্যাস

ঘ. প্রাকৃতিক গ্যাস

সঠিক উত্তর : গ. গ্রিনহাউস গ্যাস

৫. কোন গ্যাস বায়ুমন্ডলে অবস্থিত ওজোন স্তরকে কমিয়ে দিয়েছে?

ক. কার্বন ডাইঅক্সাইড

খ. ক্লোরোফ্লোরো কার্বন

গ. সালফার ডাইঅক্সাইড

ঘ. কার্ব মনো-অক্সাইড

সঠিক উত্তর : খ. ক্লোরোফ্লোরো কার্বন

৬. আইলা কত সালে আঘাত হানে?

ক. ২০০৬

খ. ২০০৮

গ. ২০০৯

ঘ. ২০১০

সঠিক উত্তর : গ. ২০০৯

৭. কত সালে এ দেশে বড় আকারের বন্যা হয়েছে?

ক. ২০০৫

খ. ২০০৪

গ. ২০০৮

ঘ. ২০০৯

সঠিক উত্তর : গ. ২০০৮

৮. কোন ঋতুতে নদীভাঙনের পরিমাণ বেড়ে যায়?

ক. গ্রীষ্মকালে

খ. বর্ষকালে

গ. শরৎকালে

ঘ. শীতকালে

সঠিক উত্তর : খ. বর্ষাকালে

৯. ১৯৭০ সালের কত তারিখে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আঘাত হানে?

ক. ১২ ডিসেম্বর

খ. ১৭ জানুয়ারি

গ. ১২ নভেম্বর

ঘ. ২২ মে

সঠিক উত্তর : গ. ১২ নভেম্বর

১০. বাংলাদেশে নদীর বাঁকগুলো কেমন?

ক. ঘন ঘন

খ. দূরে দূরে

গ. বড় বড়

ঘ. ছোট ছোট

সঠিক উত্তর : ক. ঘন ঘন

১১. প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাবে প্রতিবছর কী হয়?

ক. ভূমিকম্প

খ. দাবানল

গ. খরা

ঘ. অগ্নু্যৎপাত

সঠিক উত্তর : গ. খরা

১২. টর্নেডো কতটুকু জায়গায় আঘাত হানে?

ক. খুব বেশি

খ. কম

গ. খুব কম

ঘ. বেশি

সঠিক উত্তর : গ. খুব কম

১৩. কত সালের বন্যায় দেশের প্রায় তিন-চতুর্থাংশ এলাকা ডুবে যায়?

ক. ১৯৭৪

খ. ১৯৮৪

গ. ১৯৮৮

ঘ. ২০০৪

সঠিক উত্তর : গ. ১৯৮৮

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<75930 and publish = 1 order by id desc limit 3' at line 1