শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ালেখা

অর্থনীতি ১ম পত্র

শেখ আবু সাঈদ আবদুলস্নাহ্‌, প্রভাষক অর্থনীতি বিভাগ, কুমিলস্না অজিত গুহ মহাবিদ্যালয়
  ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০
অধ্যাপক অমর্ত্য সেন

মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান

১৮. প্রথম বাঙালি নোবেল বিজয়ী অর্থনীতিবিদের নাম কী?

উত্তর: অধ্যাপক অমর্ত্য সেন।

১৯. অর্থনীতির আধুনিক ও জনপ্রিয় সংজ্ঞা কে দিয়েছেন?

উত্তর: অধ্যাপক এল রবিন্স।

২০. চচঈ- এর পূর্ণ অর্থ লিখ।

উত্তর: চচঈ-এর পূর্ণ অর্থ হল- চৎড়ফঁপঃরড়হ চড়ংংরনরষরঃু ঈঁৎাব.

২১. বাণিজ্য কয় প্রকার ও কী কী?

উত্তর: বাণিজ্য মূলত দুই প্রকার- (ক) অভ্যন্তরীণ বাণিজ্য এবং (খ) আন্তর্জাতিক বাণিজ্য।

২২. সমাজতান্ত্রিক অর্থনীতির তিনটি বৈশিষ্ট্য লিখ।

উত্তর: (ক) রাষ্ট্রীয় মালিকানা (খ) কেন্দ্রীয় পরিকল্পনা এবং (গ) শোষণহীন সমাজ।

২৩. অভাবের প্রকৃতি অনুযায়ী অভাবকে কয়ভাগে ভাগ করা যায়?

উত্তর: অভাবের প্রকৃতি অনুযায়ী অভাবকে তিনটি ভাগে ভাগ করা যায়। যথা- (ক) প্রয়োজনীয় অভাব (খ) আরামপ্রদ অভাব এবং (গ) বিলাস দ্রব্যের অভাব।

২৪. বিলাস দ্রব্য বলতে কী বুঝ?

উত্তর: যেসব দ্রব্য অনাবশ্যক অথচ ঝাঁকজমকপূর্ণ বা মর্যাদা বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় সেগুলোকে বিলাস দ্রব্য বলে।

২৫. সম্পদের শ্রেণিবিভাগ কয়টি ভাগে ভাগ করা যায়?

উত্তর: সম্পদকে চারটি ভাগে ভাগ করা যায়। যথা: (ক) ব্যক্তিগত সম্পদ (খ) সমষ্টিগত সম্পদ (গ) রাষ্ট্রীয় সম্পদ এবং (ঘ) আন্তর্জাতিক সম্পদ।

২৬. দ্রব্য কী?

উত্তর: যেসব বস্তুর উপযোগ আছে অর্থাৎ যেগুলো মানুষের অভাব পূরণ করতে সক্ষম সেগুলোকে অর্থনীতিতে দ্রব্য বলে।

২৭. সঞ্চয় বলতে কী বুঝ?

উত্তর: মানুষ তার আয়ের যে অংশ ভোগ থেকে বিরত রাখে তাকে সঞ্চয় বলে।

২৮. 'অফধস ংসরঃয' কোন ধরনের অর্থনীতিবিদ?

উত্তর: ক্লাসিক্যাল।

২৯. 'অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলি আলোচনা কর।'- এটি কার সংজ্ঞা?

উত্তর: অধ্যাপক মার্শাল।

৩০. কোন অর্থব্যবস্থায় ব্যক্তিগত সম্পত্তি থাকে?

উত্তর: পুঁজিবাদী অর্থব্যবস্থায়।

৩১. কোন সমাজব্যবস্থার মূলে প্রতিটি মানুষের সমান অধিকার রয়েছে?

উত্তর: ইসলামী সমাজব্যবস্থার মূলে।

৩২. বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান?

উত্তর: মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা।

৩৩. আধুনিককালে অর্থনীতিকে কয়টি ভাগে ভাগ করা যায়?

উত্তর: আধুনিককালে অর্থনীতিকে দুটি ভাগে ভাগ করা যায়। যথা- (ক) ব্যষ্টিক অর্থনীতি ও (খ) সামষ্টিক অর্থনীতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<75929 and publish = 1 order by id desc limit 3' at line 1