শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
নবম-দশম শ্রেণির পড়াশোনা

রসায়ন

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
  ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০
পলিমার কী?

প্রশ্ন : নাইলন কী?

উত্তর: বহুল ব্যবহৃত ঘনীভবন পলিমার হলো নাইলন।

প্রশ্ন : চঠঈ কী?

উত্তর : পলিভিনাইল ফ্লোরাইড হলো চঠঈ।

প্রশ্ন : ফরমালিন কী?

উত্তর : মিথানল বা ফরমালডিহাইডের ৪০% জলীয় দ্রবণকে ফরমালিন বলে।

প্রশ্ন : মেলামাইন কী?

উত্তর : ফরমালডিহাইড ও ইউরিয়া থেকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ায় ইউরিয়া ফরমালডিহাইড রেজিন অর্থাৎ মেলামাইন উৎপন্ন হয়।

প্রশ্ন : জিওলাইটস কী?

উত্তর : ঋণাত্মক আধানবিশিষ্ট অ্যালুমিনোসিলিকেটই জিওলাইটস।

১। অ্যালকেনসমূহকে কিভাবে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়?

উত্তর : অ্যালকেনসমূহ কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত কার্বন ও হাইড্রোজেন উভয় দাহ্য পদার্থ। কার্বনের তুলনায় হাইড্রোজেন অধিকতর দাহ্য। সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন অতিরিক্ত অক্সিজেন বা বায়ুর সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয়, তাই অ্যালকেনসমূহকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।

ঈঐ৪ + ২০২- ঈঙ২ + ২ঐ২০ + তাপশক্তি

২। অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে কিভাবে শনাক্ত করা যায় ব্যাখ্যা কর?

উত্তর : অ্যালকিন কমলা-লাল বর্ণের ব্রোমিন গ্যাস বা প্রোমিন পানির সঙ্গে বিক্রিয়ায় ১, ২ ডাইসোমো অ্যালকেন উৎপন্ন করে, এতে ব্রোমিনের লাল বর্ণ নষ্ট হয় এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্ত করা যায়।

ঐ২ঈ = ঈঐ২(ম) + ইৎ২(ম)- ঈঐ২ ইৎ ু ঈঐ২ ৎ

৩। মার্জারিন বলতে কী বোঝ?

উত্তর : প্রভাবকীয় হাইড্রোজেনেশন (পধঃধষুঃরপযুফৎড়মবহবঃরড়হ) দ্বারা তরল উদ্ভিজ্জ তেল (যাতে একাধিক বন্ধন থাকে) বিক্রিয়ার মাধ্যমে আংশিক সম্পৃক্ত করে মার্জারিনে পরিণত করা হয়।

ঐ২ঈ = ঈঐ২ + ঐ২ ১৮০-২০০০ঈ ঘর ঐ৩ঈ ু ঈঐ৩

মার্জারিন মাখন তৈরি করতে ব্যবহৃত হয়।

৪। অ্যালকিনে পানি সংযোজন বিক্রিয়া তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা কর?

উত্তর : কোনো কোনো দেশে যেমন- ব্রাজিলে অ্যালকোহলকে পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে এবং সব দেশে পেট্রোলিয়াম শিল্পকে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, তাই অ্যালকিনে পানি সংযোজন বিক্রিয়া তাৎপর্যপূর্ণ। অ্যালকিনে পানি সংযোজন বিক্রিয়ায় অ্যালকোহল উৎপন্ন হয়।

ঐ২ = ঈঐ২ + ঐ২০ ৩০০০০ঈ, ৬০ধঃস ঐ৩চ০৪ ঈঐ৩ ু ঈঐ২০ঐ

৪। প্রশ্ন : পলিমার কী?

উত্তর : প্রকৃতিতে আমরা দৈনন্দিন কাজে যেসব দ্রব্য ব্যবহার করি তার বেশির ভাগকেই পলিমার বলে।

৫। বায়োপলিমার বলতে কী বোঝ?

উত্তর : বিজ্ঞানীরা কৃত্রিম পলিমার তৈরি করেছেন যা প্রথমে সূর্যের আলোয় বিয়োজিত হয় এবং পরে প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া জীবাণু দ্বারা বিয়োজিত (ইরড়ফবমৎধফধনষব) হয় এদের বায়োপলিমার বলে। এ ভুট্টা ও ইক্ষু থেকে প্রস্তুত করা হয়। এ পলিমার জীবাণু দ্বারা বিয়োজিত হতে ২০ থেকে ৩০ বছর প্রয়োজন।

৬। রেকটিফায়েড স্পিরিট বলতে কী বোঝ?

উত্তর : ইথালন ৯৬% জলীয় দ্রবণকে রেকটিফায়েড স্পিরিট বলে। রেকটিফায়েড স্পিরিটকে হোমিও ওষুধে ব্যবহার করা হয়। যেসব উপাদান পানিতে দ্রবণীয় নয় তাদের ইথানলে দ্রবীভূত করে ব্যবহার করা হয়। ওষুধ ও খাদ্য শিল্প ছাড়া অন্য শিল্পে ব্যবহৃত রেকটিফায়েড স্পিরিট সামান্য মিথানলযোগে বিষাক্ত করে ব্যবহার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<75928 and publish = 1 order by id desc limit 3' at line 1