বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
৭ম শ্রেণির পড়াশোনা

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
  ১৭ নভেম্বর ২০১৯, ০০:০০
বাংলার সংস্কৃতি

অধ্যায়-৩

২০. ময়ূরপঙ্খি কিসের নাম?

ক. নৌকা

খ. ধান

গ. বীজ

ঘ. মাছ

সঠিক উত্তর : ক. নৌকা

২১. বাংলার সংস্কৃতি বৈচিত্র্যপূর্ণ। বৈচিত্র্যের সর্বাধিক প্রকাশ কোনটিতে দেখা যায়?

ক. গ্রামীণ জীবনে

খ. শহুরে জীবনে

গ. শিশুদের জীবনে

ঘ. নারীদের জীবনে

সঠিক উত্তর : ক. গ্রামীণ জীবনে

২২. বাঙালির প্রধান পেশা ছিল কয়টি?

ক. একটি

খ. দুটি

গ. তিনটি

ঘ. চারটি

সঠিক উত্তর : ঘ. চারটি

২৩. মাছ-ভাত ছাড়াও বাঙালির ঝোঁক আছে কোনটিতে?

ক. শাক-সবজিতে

খ. মাংসে

গ. পানীয়তে

ঘ. মসলায়

সঠিক উত্তর : ক. শাক-সবজিতে

২৪. বাংলা প্রবাদ অনুযায়ী বাংলায় বারো মাসে কত পার্বণ?

ক. এগারো

খ. বারো

গ. তেরো

ঘ. চৌদ্দ

সঠিক উত্তর : গ. তেরো

২৫. জেলে ও মাঝি-মালস্নারা নদী ও সমুদ্রপথে চলতে গিয়ে কার কথা স্মরণ করেন?

ক. পীর বদর

খ. পীর আকবর

গ. পীর আব্দুল কাদির

ঘ. পীর ইয়ামেনি

সঠিক উত্তর : ক. পীর বদর

২৬. 'ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা'-চরণটির রচয়িতা কে?

ক. কাজী নজরুল ইসলাম

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. জীবনানন্দ দাশ

ঘ. দিজেন্দ্রলাল রায়

সঠিক উত্তর : খ. রবীন্দ্রনাথ ঠাকুর

২৭. বাংলা ক্যালেন্ডার ও পঞ্জিকার মূল ভিত্তি কোনটি?

ক. ঋতু পরিবর্তনের চিত্র

খ. কৃষিসমাজের জীবনযাপন

গ. জলবায়ুর বৈচিত্র্য

ঘ. চাঁদ-তারার হিসাব-নিকাশ।

সঠিক উত্তর : খ. কৃষিসমাজের জীবনযাপন

২৮. একসময় অধিকাংশ মানুষ ছিল কোন প্রকৃতির?

ক. প্রকৃতিবিরোধী

খ. প্রকৃতিপূজারি

গ. ব্রহ্মচারী

ঘ. একেশ্বরবাদী

সঠিক উত্তর : খ. প্রকৃতিপূজারি

২৯. বাংলার মুসলমান ও আরবের মুসলমানের মধ্যে পার্থক্যের কারণ কোনটি?

ক. ধর্মীয় কারণ

খ. ভাষাগত কারণ

গ. ঐতিহাসিক কারণ

ঘ. অবস্থানগত কারণ

সঠিক উত্তর : খ. ভাষাগত কারণ

অধ্যায়-৪

১। কোন শিল্পে সবচেয়ে বেশি মানুষ নিয়োজিত?

ক. ক্ষুদ্র

খ. বৃহৎ

গ. মাঝারি

ঘ. কুটির

সঠিক উত্তর : খ. বৃহৎ

২। মাঝারি ও বেশি আয়ের মানুষ কোন পেশায় নিযুক্ত?

ক. চাকরি

খ. কৃষি

গ. রাজমিস্ত্রি

ঘ. ডাক্তার

সঠিক উত্তর : ক. চাকরি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<75788 and publish = 1 order by id desc limit 3' at line 1