শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির পড়াশোনা (রসায়ন)

খনিজ কাকে বলে?
মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
  ১২ নভেম্বর ২০১৯, ০০:০০

প্রিয় শিক্ষার্থী, আজ রসায়ন থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায় ৪

প্রশ্ন : পারমাণবিক সংখ্যা কী?

উত্তর : কোনো মৌলের প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে।

প্রশ্ন : ওটচঅঈ কী?

উত্তর : ওহঃবৎহধঃরড়হধষ টহরড়হ ড়ভ ঢ়ঁৎব ধহফ অঢ়ঢ়ষরবফ ঈযবসরংঃৎু. যা সংক্ষেপে ওটচঅঈ. এটা আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা।

প্রশ্ন : পর্যায় সারণির জনক কে?

উত্তর : পর্যায় সারণির জনক রুশ বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিফ।

প্রশ্ন : পারমাণবিক সংখ্যা কে আবিষ্কার করেন?

উত্তর : বিজ্ঞানী হেনরি মোসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন।

প্রশ্ন : পর্যায় সূত্র কী?

উত্তর : যদি মৌলসমূহকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়, তবে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি পর্যায়ক্রমে আবর্তিত হয়।

প্রশ্ন : অভিজাত ধাতু কী?

উত্তর : তুলনামূলক কম সক্রিয় ধাতুসমূহকে (সোনা, রুপা) অভিজাত ধাতু (হড়নষব সবঃধষং) বলা হয়।

প্রশ্ন : ম্যাগমা কী?

উত্তর : শিলা ভূগর্ভের অনেক গভীরে থাকে এবং ভূগর্ভের উচ্চচাপে শিলা গলে যায়, এ গলিত অবস্থাকে ম্যাগমা বলে।

প্রশ্ন : খনিজ কাকে বলে?

উত্তর : ভূগর্ভে বা ভূপৃষ্ঠে কোনো কোনো শিলাস্তূপে প্রচুর যৌগ অথবা মুক্ত মৌল হিসেবে মূল্যবান ধাতু বা অধাতু পাওয়া যায়, এগুলোকে খনিজ বলে।

প্রশ্ন : মৌলিক খনিজ কাকে বলে?

উত্তর : স্বর্ণ, হীরা, গন্ধক ইত্যাদি প্রকৃতিতে মৌলিক পদার্থরূপে পাওয়া যায়। এদের মৌলিক খনিজ বলে।

প্রশ্ন : আকরিক কী?

উত্তর : যেসব খনিজ থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় তাকে আকরিক বলে।

প্রশ্ন : মরিচাহীন ইস্পাত (স্টেইনলেস স্টিল) কাকে বলে?

উত্তর : লোহার সঙ্গে কার্বন, নিকেল ও ক্রোমিয়াম মিশিয়ে মরিচাহীন ইস্পাত বা স্টেইনলেস স্টিল তৈরি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<75048 and publish = 1 order by id desc limit 3' at line 1