শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চবিতে ভতির্ কমিটির সভা

শিক্ষা জগৎ ডেস্ক
  ১১ আগস্ট ২০১৮, ০০:০০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০১৮-১৯ শিক্ষাবষের্ প্রথম বষর্ (সম্মান) কোসের্ ভতির্ কমিটির এক সভা ৯ আগস্ট উপাচাযর্ দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সভায় চবি উপ-উপাচাযর্ প্রফেসর ড. শিরীণ আখতার, অনুষদগুলোর ডিন, রেজিস্টার, হলগুলোর প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালক, প্রক্টর ও সহকারী প্রক্টর, অটোমেশন সেলের সদস্য এবং অফিস প্রধানসহ সংশ্লিষ্ট কমর্কতার্রা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন ডেপুটি রেজিস্টার (একাডেমিক) ও কমিটির সচিব এসএম আকবর হোসাইন। উপাচাযর্ তার বক্তব্যে বলেন, শিক্ষাথীর্ এবং অভিভাবকদের অবণর্নীয় কষ্ট লাঘবের বিষয়টি বিবেচনায় রেখে গত বছরের মতো এ বছরও ৪টি ইউনিটে ভতির্ কাযর্ক্রম সম্পন্ন হবে। এ ছাড়া এ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিজস্ব অটোমেশনের মাধ্যমে ভতির্ কাযর্ক্রম পরিচালনা করা হবে। ভতির্সংক্রান্ত সাবির্ক তথ্যাবলি পত্র-পত্রিকায় এবং বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ভতির্ কাযর্ক্রম শুরু থেকে শেষ পযর্ন্ত বিশ্ববিদ্যালয় পরিবারের প্রত্যেককেই স্ব স্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভ‚মিকা পালনের আহŸান জানান উপাচাযর্। সভায় উপস্থিত ব্যক্তিরা ভতির্ কাযর্ক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে শুরু ও সম্পন্ন করার ব্যাপারে তাদের সবোর্চ্চ আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<7380 and publish = 1 order by id desc limit 3' at line 1