logo
বুধবার ২৭ মার্চ, ২০১৯, ১৩ চৈত্র ১৪২৫

  শিক্ষা জগৎ ডেস্ক য়   ১১ আগস্ট ২০১৮, ০০:০০  

কুবিতে ছুটি ঘোষণা

কুবিতে ছুটি ঘোষণা
জাতীয় শোক দিবস, জন্মাষ্টমী ও ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দীঘর্ ১৮ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছুটি চলবে ২ সেপ্টেম্বর পযর্ন্ত। ছুটিতে একাডেমিক কাযর্ক্রম বন্ধ থাকলেও অফিসিয়াল কাযর্ক্রম ১৬ আগস্ট পযর্ন্ত চলবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা, জাতীয় শোক দিবস ও জন্মাষ্টমী উপলক্ষে ১২ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পযর্ন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। ৩ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কাযর্ক্রম শুরু হবে। এদিকে কিছু বিভাগের ক্লাস ও সেমিস্টার পরীক্ষা চলমান থাকায় আবাসিক হলগুলো ১৭ আগস্ট পযর্ন্ত খোলা থাকবে। নওয়াব ফয়জুন্নেছা হলের প্রভোস্ট এনএম রবিউল আউয়াল চৌধুরী বলেন, প্রভোস্টদের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের ১৬ আগস্ট পযর্ন্ত হলগুলো খোলা থাকবে এবং ১৭ আগস্ট থেকে বন্ধ হবে। ২ সেপ্টেম্বর থেকে যথানিয়মে হলগুলো চালু হবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে