logo
বুধবার ২৭ মার্চ, ২০১৯, ১৩ চৈত্র ১৪২৫

  সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর   ১১ আগস্ট ২০১৮, ০০:০০  

জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বিজ্ঞান

বিজ্ঞান
অভিস্রবণ-প্রক্রিয়ায়Ñ

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

অধ্যায় - ৩

৫। অভিস্রবণ-প্রক্রিয়ায় Ñ

র. অধের্ভদ্য পদার্র প্রয়োজন হয়

রর. দ্রাব কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়

ররর. দ্রাবক কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : খ. র ও ররর

৬। দ্রাবকে যা দ্রবীভ‚ত হয় তাকে কী বলে?

ক. দ্রাব

খ. দ্রাবক

গ. দ্রবণ

ঘ. ভেদ্য পদার্

সঠিক উত্তর : ক. দ্রাব

৭। স্বপ্না সেমাই রান্না করার জন্য কিছু কিশমিশ বাটিতে ভিজিয়ে রাখল। কিছুক্ষণ পর এগুলো ফুলে উঠল। এর সঙ্গে কোন প্রক্রিয়াটি সম্পৃক্ত?

ক. ব্যাপন

খ. অভিস্রবণ

গ. প্রস্বেদন

ঘ. রস উত্তোলন

সঠিক উত্তর : খ. অভিস্রবণ

৮। কোনটিকে হবপবংংধৎু বারষ বলা হয়?

ক. ব্যাপন

খ. অভিস্রবণ

গ. শ্বসন

ঘ. প্রস্বেদন

সঠিক উত্তর : ঘ. প্রস্বেদন

৯। প্রস্বেদন কত প্রকার?

ক. দুই

খ. তিন

গ. চার

ঘ. পঁাচ

সঠিক উত্তর : খ. তিন

১০। শোষণ হলোÑ

র. ব্যাপন ও অভিস্রবণের যৌথ ফল

রর. অভিস্রবণ ও প্রস্বেদনের যৌথ ফল

ররর. ব্যাপন ও প্রস্বেদনের যৌথ ফল

নিচের কোন সঠিক?

ক. র খ. রর

গ. র ও ররর ঘ. রর ও ররর

সঠিক উত্তর : ক. র

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১১ ও ১২ নাম্বার প্রশ্নের উত্তর দাও :

ঘর সাজানোর জন্য আনোয়ারা কিছু রজনীগন্ধা ফুল ফুলদানিতে রাখল। সন্ধ্যাবেলা সে লক্ষ্য করল, ফুলের সুবাসে পুরো ঘর ভরে গেছে। এ ঘটনার সঙ্গে তার বিজ্ঞান বইয়ের পঠিত একটি বিশেষ প্রক্রিয়ার মিল লক্ষ্য করল।

১১। উদ্দীপকে বিশেষ প্রক্রিয়াটি কী?

ক. ব্যাপন

খ. শ্বসন

গ. প্রস্বেদন

ঘ. অভিস্রবণ

সঠিক উত্তর : ক. ব্যাপন

১২। উল্লিখিত প্রক্রিয়ায়Ñ

র. জীবকোষে অক্সিজেন প্রবেশ করে

রর. উদ্ভিদ দেহ থেকে পানি বের করে দেয়

ররর. উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য কাবর্ন ডাইঅক্সাইড গ্রহণ করে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

১৩। দ্রাব যাতে দ্রবীভ‚ত হয় তাকে কী বলে?

ক. দ্রাব

খ. দ্রাবক

গ. দ্রবণ

ঘ. ভেদ্য পদার্

সঠিক উত্তর : খ. দ্রাবক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে