বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি

সাধারণজ্ঞান

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী
  ১০ আগস্ট ২০১৮, ০০:০০

২০. কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত?

ক. কুমিল্লা খ. ঢাকা

গ. টাঙ্গাইল ঘ. নওগঁা

সঠিক উত্তর : ঘ. নওগঁা

২১. ‘শাক্যমুনি’ বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত?

ক. মিরপুর, ঢাকা

খ. সীতাকুÐ, চট্টগ্রাম

গ. ময়নামতি, কুমিল্লা

ঘ. পাহাড়পুর, নওগঁা

সঠিক উত্তর : ক. মিরপুর, ঢাকা

২২. বাংলা ভাষার প্রথম সংবাদপত্র কোনটি?

ক. দিগদশর্ন খ. সমাচার দপর্ণ

গ. সম্বাদ কৌমুদী ঘ. প্রবাসী

সঠিক উত্তর : খ. সমাচার দপর্ণ

২৩. কার নামানুসারে সোনারগঁার নামকরণ করা হয়?

ক. ঈসা খঁার মায়ের নামে

খ. ঈসা খঁার মেয়ের নামে

গ. ঈসা খঁার বোনের নামে

ঘ. ঈসা খঁার স্ত্রীর নামে

সঠিক উত্তর : ঘ. ঈসা খঁার স্ত্রীর নামে

২৪. ফরবেস ম্যাগাজিনের জরিপে বতর্মানে বিশ্বের শীষর্ ক্ষমতাধর নারী কে?

ক. তেরেসা মে

খ. দিলমা রউসেফ

গ. হিলারি ক্লিনটন

ঘ. অ্যাঞ্জেলা মাকের্ল

সঠিক উত্তর : ঘ. অ্যাঞ্জেলা মাকের্ল

২৫. পানামা পেপারস কেলেঙ্কারিতে কতজন বাংলাদেশি থাকার কথা প্রকাশিত হয়েছে?

ক. ৩৪ জন খ. ৪০ জন

গ. ৫০ জন ঘ. ৫৬ জন

সঠিক উত্তর : ক. ৩৪ জন

২৬. বিশ্বে গণমাধ্যম স্বাধীনতা সূচকে শীষর্ দেশ কোনটি?

ক. উত্তর কোরিয়া খ. জাপান

গ. সুইডেন ঘ. ফিনল্যান্ড

সঠিক উত্তর : ঘ. ফিনল্যান্ড.

২৭. বিশ্ব পরিবেশ সূচকে বতর্মানে সবচেয়ে খারাপ দেশ কোনটি?

ক. সোমালিয়া খ. উত্তর কোরিয়া

গ. নাইজেরিয়া ঘ. আইভরিকোস্ট

সঠিক উত্তর : ক. সোমালিয়া

২৮. ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে কোন দুই দেশের মধ্যে বিরোধ চলমান?

ক. সিরিয়া-ইসরাইল

খ. ইরান-ইরাক

গ. আজেির্ন্টনা-ব্রিটেন

ঘ. জাপান-রাশিয়া

সঠিক উত্তর : গ. আজেির্ন্টনা-ব্রিটেন

২৯. প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী ধনী দেশগুলো কত টাকার তহবিল প্রদান করবে?

ক. ৫০ মিলিয়ন খ. ১০০ মিলিয়ন

গ. ১০০ বিলিয়ন ঘ. ২০০ মিলিয়ন

সঠিক উত্তর : গ. ১০০ বিলিয়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<7255 and publish = 1 order by id desc limit 3' at line 1