logo
শনিবার, ৩০ মে ২০২০, ১৬ জ্যৈষ্ঠ ১৪২৬

  মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী   ২০ অক্টোবর ২০১৯, ০০:০০  

সাধারণজ্ঞান

সাধারণজ্ঞান
প্রিয় শিক্ষার্থী, চলছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পূর্ণ আয়োজন নিয়ে আমরা হাজির। আশা রাখি এই আয়োজন তোমাদের সহায়তা করবে।

৬২। বাংলা একাডেমির মূল ভবনের নাম কী?

ক) বর্ধমান হাউস

খ) বাংলা ভবন

গ) আহসান মঞ্জিল

ঘ) চামেলী হাউস

উত্তর : ক) বর্ধমান হাউস

৬৩। সেন্ট মার্টিন দ্বীপের অন্য নাম হলো-

ক) নারিকেল জিনজিরা

খ) ছেঁড়া দ্বীপ

গ) নিঝুম দ্বীপ

ঘ) সাংখ্যায়ন চিরি

উত্তর : ক) নারিকেল জিনজিরা

৬৪। বাংলাদেশের আইনে এসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি কী?

ক) মৃতু্যদন্ড

খ) যাবজ্জীবন কারাদন্ড

গ) সশ্রম কারাদন্ড

ঘ) ক্ষতিপূরণ

উত্তর : ক) মৃতু্যদন্ড

৬৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য যে কমিশনটি গঠিত হয়েছিল তার নাম-

ক) খুদা কমিশন

খ) নাথান কমিশন

গ) ম্যাকলি কমিশন

ঘ) মেটকাফ কমিশন

উত্তর : খ) নাথান কমিশন

৬৬। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের?

ক) জাপান

খ) যুক্তরাজ্য

গ) যুক্তরাষ্ট্র

ঘ) দক্ষিণ কোরিয়া

উত্তর : গ) যুক্তরাষ্ট্র

৬৭। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

ক) পদ্মা

খ) যমুনা

গ) মেঘনা

ঘ) সুরমা

উত্তর : গ) মেঘনা

৬৮। ইসলামাবাদ কোন জেলার পূর্ব নাম?

ক) ময়মনসিংহ

খ) নোয়াখালী

গ) চট্টগ্রাম

ঘ) সিলেট

উত্তর : গ) চট্টগ্রাম

৬৯। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে?

ক) ২৬ মার্চ, ১৯৭১

খ) ১১ এপ্রিল, ১৯৭১

গ) ১৭ এপ্রিল, ১৯৭১

ঘ) ১০ জানুয়ারি, ১৯৭২

উত্তর : গ) ১৭ এপ্রিল, ১৯৭১

৭০। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?

ক) ইরাক

খ) জর্ডান

গ) মিশর

ঘ) কুয়েত

উত্তর : ক) ইরাক

৭১। যমুনা সার কারখানাটি কোথায় অবস্থিত?

ক) জামালপুর

খ) সিরাজগঞ্জ

গ) ময়মনসিংহ

ঘ) টাঙ্গাইল

উত্তর : ক) জামালপুর

৭২। স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?

ক) জাতীয় স্মৃতিসৌদ

খ) শহীদ মিনার

গ) লালবাগের কেলস্না

ঘ) ষাট গম্বুজ মসজিদ

উত্তর : খ) শহীদ মিনার

৭৩। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল-

ক) ইংরেজরা

খ) পর্তুগিজরা

গ) ওলন্দাজরা

ঘ) ফরাসিরা

উত্তর : খ) পর্তুগিজরা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে