logo
শনিবার, ৩০ মে ২০২০, ১৬ জ্যৈষ্ঠ ১৪২৬

  নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর   ২০ অক্টোবর ২০১৯, ০০:০০  

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি গণিত

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি গণিত
আজ তোমাদের জন্য গণিত থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো

প্রশ্ন : রাজু ও রনির একত্রে ৬৯০টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির ৮৬টি লিচু কম আছে। রাজু ও রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে?

সমাধান :

রনির আছে (৬৯০ - ৮৬)-এর অর্ধেক লিচু।

প্রশ্নমতে,

(৬৯০ - ৮৬) = ৬০৪ গু ২

= ৩০২টি

অতএব, রনির আছে ৩০২টি লিচু।

রাজু অপেক্ষা রনির ৮৬টি লিচু কম আছে।

অতএব, রাজুর আছে (৩০২ + ৮৬)টি লিচু

= ৩৮৮টি লিচু

উত্তর : রাজুর আছে ৩৮৮টি লিচু, রনির আছে ৩০২টি লিচু।

প্রশ্ন : মাতা এবং পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মাতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাদের প্রত্যেকের বয়স কত?

সমাধান :

মাতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ

মাতা এবং পুত্রের বয়সের সমষ্টি = পুত্রের বয়সের ৪ গুণ

পুত্রের বয়স ৬০ গু ৪ = ১৫ বছর

অতএব, মাতার বয়স ১৫ ক্ম ৩ = ৪৫ বছর

উত্তর : পুত্রের বয়স ১৫ বছর এবং মাতার বয়স ৪৫ বছর।

প্রশ্ন : ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ হলো ভাজকের এক-তৃতীয়াংশ। ভাজ্য কত?

সমাধান :

দেয়া আছে,

ভাজক ৭৮

ভাগফল ২৫

ভাগশেষ হলো ভাজকের এক-তৃতীয়াংশ

অর্থাৎ ভাগশেষ = ৭৮ গু ৩ = ২৬

আমরা জানি,

ভাজ্য = ভাজক দ্ধ ভাগফল + ভাগশেষ

= ৭৮ ক্ম ২৫ + ২৬

= ১৯৫০ + ২৬

= ১৯৭৬

উত্তর : ভাজ্য ১৯৭৬।

প্রশ্ন : ভাজ্য ৮৯০৩, ভাজক ৮৭ এবং ভাগশেষ ২৯। ভাগফল কত?

সমাধান :

দেয়া আছে,

ভাজ্য ৮৯০৩

ভাজক ৮৭

ভাগশেষ ২৯

ভাগফল বের করতে হবে।

আমরা জানি,

ভাগফল = (ভাজ্য - ভাগশেষ) গু ভাজক

= (৮৯০৩ - ২৯) গু ৮৭

= ৮৮৭৪ গু৮৭

= ১০২

উত্তর : ভাগফল ১০২।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে