বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা য়
  ১৯ অক্টোবর ২০১৯, ০০:০০
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
নেটওয়ার্কিং

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো

অধ্যায়-২

১৪। নিচের কোনটি টপোলজি?

ক. ডেটা

খ. প্রোগ্রাম

গ. মেশ

ঘ. রাউটার

সঠিক উত্তর: গ. মেশ

১৫। সবচেয়ে সহজ টপোলজি কোনটি?

ক. বাস টপোলজি

খ. রিং টপোলজি

গ. হাইব্রিড টপোলজি

ঘ. ট্রি টপোলজি

সঠিক উত্তর: ক. বাস টপোলজি

১৬। ব্যাকবোন ব্যবহার করা হয় কোন টপোলজিতে?

ক. মেশ টপোলজিতে

খ. ট্রি টপোলজিতে

গ. বাস টপোলজিতে

ঘ. রিং টপোলজিতে

সঠিক উত্তর : গ. বাস টপোলজিতে

১৭। প্রতিটি কম্পিউটার তার পাশের কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে কোন টপোলজিতে?

ক. ট্রি টপোলজিতে

খ. রিং টপোলজিতে

গ. স্টার টপোলজিতে

ঘ. টপোলজিতে

সঠিক উত্তর: খ. রিং টপোলজিতে

১৮। কোন নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি নেটওয়ার্কের গুরুত্ব সমান?

ক. স্টার

খ. বাস

গ. রিং

ঘ. হাইব্রিড

সঠিক উত্তর: গ. রিং

১৯। স্টার টপোলজিতে পুরো নেটওয়ার্ক কিসের ওপর নির্ভর করে?

ক. কেন্দ্রীয় ডিভাইসের ওপর

খ. রাউটারের ওপর

গ. তারের ওপর

ঘ. ব্যাকবোনের ওপর

সঠিক উত্তর: ক. কেন্দ্রীয় ডিভাইসের ওপর

নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

ইফতি তার কম্পিউটারকে কয়েকজন বন্ধুর কম্পিউটারের সঙ্গে যুক্ত করল। তার বন্ধুরা ঘরে বসেই তাদের কম্পিউটারে অনুপস্থিত অনেক তথ্যই ইফতির কম্পিউটার থেকে ব্যবহার করল। তাদের কম্পিউটার যুক্ত করতে কিছু তারের প্রয়োজন হয়েছিল।

২০। কম্পিউটার যুক্ত করার পদ্ধতিকে কী বলে?

ক. নেটওয়ার্কিং

খ. এফটিপি

গ. প্রটোকল

ঘ. রাউটার

সঠিক উত্তর : ক. নেটওয়ার্কিং

২১। ইফতির কম্পিউটারে কী ব্যবহৃত হয়েছে?

ক. সার্ভার

খ. হাব

গ. রাউটার

ঘ. অ্যাডাপ্টার

সঠিক উত্তর : ক. সার্ভার

২২। কোন নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কেবল্ল ব্যবহার করা যায়?

র. নেটওয়ার্ক

রর. বাস টপোলজিতে

ররর. স্টার টপোলজিতে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও র রর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর

২৩। রিং টপোলজিতে ডেটা ট্রান্সফার কীভাবে হয়?

ক. হাবের দিকে

খ. সব দিকে

গ. দিকনির্দেশনার প্রয়োজন হয় না

ঘ. নির্দিষ্ট দিকে

সঠিক উত্তর: ঘ. নির্দিষ্ট দিকে

২৪। ট্রি টপোলজি দেখতে কেমন?

ক. গোলাকার বৃত্তের মতো

খ. চারকোনা

গ. শাখা-প্রশাখাসমৃদ্ধ গাছের মতো

ঘ. ত্রিভুজাকার

সঠিক উত্তর: গ. শাখা-প্রশাখাসমৃদ্ধ গাছের মতো

২৫। ট্রি টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইসটিকে কী বলে?

ক. মূল কম্পিউটার

খ. ব্যাকবোন

গ. হাব

ঘ. রাউটার

সঠিক উত্তর: ক. মূল কম্পিউটার

২৬। স্টার টপোলজিতে হাব কী হিসেবে কাজ করে?

ক. সুইচ

খ. কেন্দ্রীয় ডিভাইস

গ. কম্পিউটার

ঘ. রাউটার

সঠিক উত্তর: খ. কেন্দ্রীয় ডিভাইস

২৭। স্টার টপোলজিতে ডেটা ট্রান্সফারের গতি কেমন?

ক. কম

খ. বেশি

গ. অনেক কম

ঘ. অনেক বেশি

সঠিক উত্তর: ক. কম

২৮। বাস টপোলজি ব্যবহারে যে সুবিধা পাওয়া যায়-

র. কম তারের প্রয়োজন হয়

রর. খরচ কম হয়

ররর. তথ্য পারাপারের গতি বেশি

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ক. র ও রর

২৯। বাস, স্টার, রিং ইত্যাদি টপোলজির সমন্বয়ে গঠিত নেটওয়ার্ককে বলে-

ক. বাস টপোলজি

খ. স্টার টপোলজি

গ. ট্রি টপোলজি

ঘ. হাইব্রিড টপোলজি

সঠিক উত্তর : ক. বাস টপোলজি

৩০। নিচের কোন টপোলজি অত্যন্ত ব্যয়বহুল?

ক. মেশ

খ. বাস

গ. রিং

ঘ. স্টার

সঠিক উত্তর: গ. রিং

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে