শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
  ১৮ অক্টোবর ২০১৯, ০০:০০
সামাজিক নেটওয়ার্কের মাধ্যম-

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

অধ্যায়-২

১। পৃথিবীর সম্পদ কী?

ক. মানুষ

খ. তথ্য

গ. কথা

ঘ. ভাব বিনিময়

সঠিক উত্তর: খ. তথ্য

২। পৃথিবীর তথ্যভান্ডার হলো -

ক. সংরক্ষিত

খ. অল্প

গ. বিশাল

ঘ. সীমিত

সঠিক উত্তর: গ. বিশাল

৩। সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে করা যায় -

র. তথ্য বিনিময়

রর. ছবি বিনিময়

ররর. ভিডিও বিনিময়

নিচের কোনটি সঠিক?

ক. র খ. র ও রর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর

৪। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কী?

ক. প্রটোকল তৈরি

খ. টপোলজি তৈরি

গ. সার্ভার রক্ষা করা

ঘ. তথ্য বিনিময়

সঠিক উত্তর: গ. সার্ভার রক্ষা করা

৫। দুটি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে হলে তাদের কিসের সাহায্য করতে হয়?

ক. হাব

খ. রাউটার

\হগ. মডেম

ঘ. ইন্টারনেট

সঠিক উত্তর: ক. হাব

৬। কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে হলে মূলত কী দরকার হয়?

র. সার্ভার

রর. সুইচ

ররর. কম্পিউটার

নিচের কোনটি সঠিক?

ক. র খ. র ও রর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর

৭। ই-মেইল পাঠাতে ক্লায়েন্টকে সাহায্য করে কে?

ক. ই-মেইল সার্ভার

খ. গুগল সার্ভার

গ. নেটওয়ার্ক

ঘ. প্রটোকল

সঠিক উত্তর: ক. ই-মেইল সার্ভার

৮। নেটওয়ার্কিংয়ের সময় অপটিক্যাল ফাইবার কী হিসেবে কাজ করে?

ক. অ্যাডাপ্টার

খ. প্রটোকল

গ. রিসোর্স

ঘ. মিডিয়া

সঠিক উত্তর: ঘ. মিডিয়া

৯। অল্প খরচের জন্য নেটওয়ার্কের কোন যন্ত্রটি বেশি উপযোগী?

ক. রাউটার

খ. হাব

গ. গেটওয়ে

ঘ. রিং

সঠিক উত্তর: খ. হাব

১০। তথ্য বহনের জন্য মিডিয়া ও কম্পিউটারের মধ্যে কোন ডিভাইসটি থাকে?

ক. রিসোর্স নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড

খ. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড

গ. মডেম

ঘ. ক্লায়েন্ট

সঠিক উত্তর: খ. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড

১১। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের অপর নাম কী?

ক. ই-মেইল সার্ভার

খ. হাব

গ. রিসোর্স

ঘ. নেটওয়ার্ক অ্যাডাপ্টার

সঠিক উত্তর: ঘ. নেটওয়ার্ক অ্যাডাপ্টার

১২। ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যেসব সুযোগ-সুবিধা দেয়া হয়, তাকে কী বলে?

ক. মিডিয়া

খ. রিসোর্স

গ. সার্ভার

ঘ. প্রটোকল

সঠিক উত্তর : খ. রিসোর্স

১৩। রিসোর্স ব্যবহারকারীকে কী বলা হয়?

ক. ক্লায়েন্ট

খ. প্রটোকল

গ. ই-মেইল

ঘ. ইউজার

সঠিক উত্তর : ঘ. ইউজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<71526 and publish = 1 order by id desc limit 3' at line 1