বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির পড়াশোনা (পদার্থবিজ্ঞান)

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
  ১৬ অক্টোবর ২০১৯, ০০:০০
বেগ নির্ণয়ের যন্ত্রের নাম

প্রিয় শিক্ষার্থী, আজ পদার্থবিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো।

অধ্যায়-২

২৫। দৈর্ঘ্য, ভর, দ্রম্নতি, কাজ, সময়, তাপমাত্রা ইত্যাদি কোন রাশির উদাহরণ?

উত্তর : স্কেলার রাশির

২৬। সরণ, বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য ইত্যাদি কোন রাশির উদাহরণ?

উত্তর : ভেক্টর রাশির

২৭। বেগ কাকে বলে?

উত্তর : কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে।

২৮। ত্বরণ কাকে বলে?

উত্তর : সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে।

২৯। সুষমবেগ কাকে বলে?

উত্তর : যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগকে সুষমবেগ বলে।

৩০। অসম বেগ কাকে বলে?

উত্তর : কোনো বস্তু যদি চলার সময় গতির দিক পরিবর্তন করে তাহলে সেই বেগকে অসমবেগ বলে।

৩১। বেগ নির্ণয়ের যন্ত্রের নাম কী?

উত্তর : স্পিডোমিটার

৩২। তড়িৎ তীব্রতা কোন ধরনের রাশি?

উত্তর : ভেক্টর রাশি

৩৩। সুষম ত্বরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও।

উত্তর : অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ত্বরণ সুষম ত্বরণ।

৩৪। ঋণাত্মক ত্বরণ কাকে বলে?

উত্তর : সময়ের সাথে বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলে।

৩৫। ত্বরণের একক কী?

উত্তর : সংথ২

৩৬। মন্দনের একক কী?

উত্তর : সংথ২

৩৭। অভিকর্ষজ ত্বরণ কোন ধরনের ত্বরণ?

উত্তর : সুষম ত্বরণ

৩৮। কোন লেখচিত্রের মাধ্যমে ত্বরণ নির্ণয় করা যায়?

উত্তর : বেগ-সময়

৩৯। বেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়?

উত্তর : ত্বরণ

৪০। বেগের একক লিখ।

উত্তর : সংথ১

৪১। বেগ-সময় লেখচিত্রের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল কী নির্দেশ করে?

উত্তর : ত্বরণ

৪২। বেগের পরিবর্তন না হলে কী হয় না?

উত্তর : ত্বরণ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<71248 and publish = 1 order by id desc limit 3' at line 1