বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলা)

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা য়
  ১৬ অক্টোবর ২০১৯, ০০:০০
'অগ্নি' শব্দের সমার্থক শব্দ-

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা

থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো

১০৮। 'অগ্নি' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) তুরঙ্গ

খ) বহ্নি

গ) তড়িৎ

ঘ) ভানু

সঠিক উত্তর : খ) বহ্নি

১০৯। 'ইঁদুর কপালে'- বাগধারাটির অর্থ কী?

ক) অপদার্থ

খ) বৃথা চেষ্টা

গ) মন্দভাগ্য

ঘ) সামান্য অর্থ

সঠিক উত্তর : গ) মন্দভাগ্য

১১০। প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?

ক) ঢাকাই

খ) সুদিন

গ) বইপত্র

ঘ) দিগন্ত

সঠিক উত্তর : ক) ঢাকাই

১১১। পড়াশোনা না করে জীবনটা মাটি করো না-এখানে 'মাটি' কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) কবর

খ) বোকামি

গ) নষ্ট

ঘ) ধুলা

সঠিক উত্তর : গ) নষ্ট

১১২। নিচের কোন বানানটি সঠিক?

ক) ইরাকি

খ) তুর্কী

গ) জানুয়ারী

ঘ) লাইব্রেরী

সঠিক উত্তর : ক) ইরাকি

১১৩। 'ঢাকা'-এর বিপরীত শব্দ কোনটি?

ক) বন্ধ

খ) চট্টগ্রাম

গ) গোপন ঘ) খোলা

সঠিক উত্তর : ঘ) খোলা

১১৪। বাবা বাজার ইলিশ থেকে এনেছেন। এটি যথাযথ বাক্য না হওয়ার জন্য কোন গুণের অভাব রয়েছে?

ক) আকাঙ্ক্ষা

খ) আসত্তি

গ) যোগ্যতা

ঘ) মাত্রা

সঠিক উত্তর : খ) আসত্তি

১১৫। অভিধানে শীর্ষ শব্দের অর্থ, ব্যাখ্যা ও ব্যবহার যেভাবে বিধৃত থাকে, তাকে কী বলা হয়?

ক) ভুক্তি

খ) নির্দেশিকা

গ) বু্যৎপত্তি

ঘ) দ্রষ্টব্য

সঠিক উত্তর : ক) ভুক্তি

১১৬। আঞ্চলিক ভাষার অপর নাম কী?

ক) প্রমিত ভাষা

খ) উপভাষা

গ) চলিত ভাষা

ঘ) সাধু ভাষা

সঠিক উত্তর : খ) উপভাষা

১১৭। সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি?

ক) দর্শন

খ) সমিতি

গ) পর্বত

ঘ) মানুষ

সঠিক উত্তর : খ) সমিতি

১১৮। ব্যঞ্জনবর্ণের 'ফলা' চিহ্ন কয়টি?

ক) চারটি খ) তিনটি

\হগ) ছয়টি ঘ) পাঁচটিসঠিক

\হউত্তর : গ) ছয়টি

১১৯। অধীন খন্ডবাক্য কয় প্রকার?

ক) চার প্রকার

খ) পাঁচ প্রকার

গ) দুই প্রকার

ঘ) তিন প্রকার

সঠিক উত্তর : ঘ) তিন প্রকার

১২০. আঞ্চলিক ভাষার অন্য নাম কী?

ক. কথ্য ভাষা

খ. উপভাষা

গ. সাধু ভাষা

ঘ. চলিত ভাষা

সঠিক উত্তর : খ. উপভাষা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<71246 and publish = 1 order by id desc limit 3' at line 1