logo
শনিবার, ৩০ মে ২০২০, ১৬ জ্যৈষ্ঠ ১৪২৬

  নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর   ১৫ অক্টোবর ২০১৯, ০০:০০  

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি প্রাথমিক গণিত

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি প্রাথমিক গণিত
একটি কলমের দাম ৫ টাকা, ৬৫ টাকায় কতটি?
আজ তোমাদের জন্য প্রাথমিক গণিত থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো

তৃতীয় অধ্যায়

৭। ১ ডজন কলার দাম ৩০ টাকা হলে, ৩ ডজন কলার দাম কত?

উত্তর : ৯০ টাকা

৮। ৩০ জন ছাত্র ১৫.৭৫ টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা হবে?

উত্তর : ৪৭২.৫ টাকা

৯। একটি কলমের দাম ৫ টাকা হলে, ৬৫ টাকায় কতটি কলম পাওয়া যাবে?

উত্তর : ১৩ টি

১০। কোন সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ৮ ও ৯ দ্বারা বিভাজ্য হবে?

উত্তর : ৭০

১১। দুইটি সংখ্যার গুণফল এবং একটি সংখ্যা দেয়া থাকলে, অপর সংখ্যা নির্ণয়ের সূত্র কী?

উত্তর : অপর সংখ্যা = দুইটি সংখ্যার গুণফল গু একটি সংখ্যা

১২। তুহিন ১টি খাতা ১৬ টাকা দিয়ে ক্রয় করল। এক ডজন খাতা ক্রয় করতে কত টাকা লাগবে?

উত্তর : ১৯২ টাকা

১৩। ডজন কলা ২১ জন লোকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে?

উত্তর : ৫টি

১৪। প্রতিজনকে ১৪০ টাকা করে দিলে ১০৫০০ টাকা কতজনকে দেয়া যাবে?

উত্তর : ৭৫ জনকে

১৫। প্রথমে একটির দাম বের করে সমস্যার সমাধান করার পদ্ধতিকে কী বলে?

উত্তর : ঐকিক নিয়ম

১৬। ঐকিক নিয়মে যে রাশিটি বের করতে হবে সে রাশিটি অঙ্ক সাজানোর সময় প্রথম লাইনের কোন দিকে রাখতে হবে?

উত্তর : ডানদিকে

১৭। দুই অঙ্কের বৃহত্তম সংখ্যাকে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে কত হবে?

উত্তর : ৯৯০০

১৮। একশ লিচুর দাম ৩০০ টাকা হলে, ৭৫টি লিচুর দাম কত?

উত্তর : ২২৫ টাকা

১৯। এক ব্যক্তির দৈনিক আয় ৩৫০ টাকা, তার বার্ষিক আয় কত?

উত্তর : ১২৭৭৫০ টাকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে