শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি (সাধারণজ্ঞান)

প্রিয় শিক্ষার্থী, চলছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পূর্ণ আয়োজন নিয়ে আমরা হাজির। আশা রাখি এই আয়োজন তোমাদের সহায়তা করবে।
নতুনধারা
  ১১ অক্টোবর ২০১৯, ০০:০০

৭১. 'বেগম' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

ক. নূরজাহান বেগম

খ. বেগম রোকেয়া

গ. সুফিয়া কামাল

ঘ. জাহানারা ইমাম

সঠিক উত্তর : গ. সুফিয়া কামাল

৭২. আইএসবিএন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?

ক. বই

খ. সাময়িকী

গ. সফ্‌টওয়্যার

ঘ. হার্ডওয়্যার

সঠিক উত্তর : ক. বই

৭৩. নির্মিতব্য পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হবে?

ক. ৬.১৫ বর্গ কিমি

খ. ৭.১৫ কিমি

গ. ৫.১৫ কিমি

ঘ. একটিও নয়

সঠিক উত্তর : ঘ. একটিও নয়

৭৪. সম্প্রতি আলোচিত মোস্যাক ফনসেকা পানামা পেপারস ফাঁস করে কবে?

ক. ৩ এপ্রিল ২০১৬

খ. ৬ মে ২০১৬

গ. ৫ এপ্রিল ২০১৬

ঘ. ৭ মে ২০১৬

সঠিক উত্তর : ক. ৩ এপ্রিল ২০১৬

৭৫. পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণের কার্যাদেশ পায় যে দেশের কোম্পানি -

ক. রাশিয়া

খ. কানাডা

গ. জাপান

ঘ. চীন

সঠিক উত্তর : ঘ. চীন

৭৬. সরকার কোথায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে?

ক. শাহজাদপুর, সিরাজগঞ্জ

খ. শেরপুর, বগুড়া

গ. কুমারখালি, কুষ্টিয়া

ঘ. ভালুকা, ময়মনসিংহ

সঠিক উত্তর : ক. শাহজাদপুর, সিরাজগঞ্জ

৭৭. 'মুক্তি ও গণতন্ত্র তোরণ' কোথায় নির্মিত হয়?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয়

খ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

গ. জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়

সঠিক উত্তর : ক. ঢাকা বিশ্ববিদ্যালয়

৭৮. ৫-জি ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে কোন্‌ দেশ?

ক. জাপান

খ. চীন

গ. যুক্তরাষ্ট্র

ঘ. দক্ষিণ কোরিয়া

সঠিক উত্তর : ঘ. দক্ষিণ কোরিয়া

৭৯. প্রস্তাবিত রামপাল বিদু্যকেন্দ্র কোন জেলায়?

ক. বাগেরহাটে

খ. খুলনায়

গ. সাতক্ষীরায়

ঘ. পটুয়াখালিতে

সঠিক উত্তর : ক. বাগেরহাটে

৮০. বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ অনুষ্ঠিত হয়েছে-

ক. অস্ট্রেলিয়া

খ. ইংল্যান্ড

গ. দক্ষিণ আফ্রিকা

ঘ. নিউজিল্যান্ড

সঠিক উত্তর : খ. ইংল্যান্ড

৮১. ২০২২ সালে ফিফা বিশ্বকাপের আয়োজন দেশ কোনটি?

ক. কাতার

খ. জাপান

গ. দক্ষিণ কোরিয়া

ঘ. আরব আমিরাত

সঠিক উত্তর : ক. কাতার

৮২. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত সংশোধন করা হয়েছে -

ক. তেরো বার

খ. চৌদ্দ বার

গ. পনেরো বার

ঘ. ষোলো বার

সঠিক উত্তর : ঘ. ষোলো বার

৮৩. 'মনপুরা ৭০' কী?

ক. একটি কবিতা

খ. একটি গান

গ. একটি চলচ্চিত্র

ঘ. একটি চিত্রকর্ম

সঠিক উত্তর : ঘ. একটি চিত্রকর্ম

৮৪. 'আসাদের শার্ট' কবিতাটির রচয়িতা কে?

ক. সিকান্দার আবু জাফর

খ. আবু জাফর ওবায়দুলস্নাহ

গ. নির্মলেন্দু গুণ

ঘ. শামসুর রাহমান

সঠিক উত্তর : ঘ. শামসুর রাহমান

৮৫. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে ঢাকা অন্তর্ভুক্ত ছিল -

ক. সেক্টর ১

খ. সেক্টর ২

গ. সেক্টর ৩

ঘ. সেক্টর ৪

সঠিক উত্তর : খ. সেক্টর ২

৮৬. বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন -

ক. হাজি ইলিয়াস শাহ

খ. ফখরুদ্দিন মোবারক শাহ

গ. হুসাইন শাহ

ঘ. মোহাম্মদ ঘোরি

সঠিক উত্তর : খ. ফখরুদ্দিন মোবারক শাহ

৮৭. ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কী?

ক. বিজয়' ৭১

খ. বিজয় কেতন

গ. উলস্নাস

ঘ. ঐতিহ্য

সঠিক উত্তর : খ. বিজয় কেতন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<70619 and publish = 1 order by id desc limit 3' at line 1