বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
নবম-দশম শ্রেণির পড়াশোনা

পদার্থবিজ্ঞান

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
  ১০ অক্টোবর ২০১৯, ০০:০০
পদার্থবিজ্ঞান
ভার্নিয়ার স্কেল

অধ্যায় - ১

১১৯। পরীক্ষাগারে দৈর্ঘ্য পরিমাপের সরল যন্ত্রকে কী বলে?

উত্তর : মিটার স্কেল

১২০। ১ মিটার = কত সেন্টিমিটার?

উত্তর : ১০০ সেন্টিমিটার

১২১। প্রত্যেক সেন্টিমিটারকে সমান কত ভাগে ভাগ করা হয়ে থাকে?

উত্তর : দশ ভাগে

১২২। সেন্টিমিটারের প্রত্যেক ভাগকে কী বলা হয়?

উত্তর : ১ মিলিমিটার বা ০.১ সেন্টিমিটার

১২৩। দন্ডের দুই প্রান্তের পাঠের বিয়োগফলকে কী বলে?

উত্তর : দন্ডের দৈর্ঘ্য

১২৪। কোন স্কেলের সাহায্যে মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য সঠিকভাবে মাপা যায়?

উত্তর : মিটার স্কেলের

১২৫। মিলিমিটারের চেয়ে সূক্ষ্ণ পরিমাপ করতে হলে কোন স্কেল ব্যবহার করতে হয়?

উত্তর : ভার্নিয়ার স্কেল

১২৬। ভার্নিয়ার স্কেল কে আবিষ্কার করেন?

উত্তর : গণিত শাস্ত্রবিদ পিয়েরে ভার্নিয়ার

১২৭। ভার্নিয়ার স্কেল কাকে বলে?

উত্তর : মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশ নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট আর একটি স্কেল ব্যবহার করতে হয় তাকে ভার্নিয়ার স্কেল বলে।

১২৮। ভার্নিয়ার স্কেলকে কোন স্কেলের সঙ্গে ব্যবহার করতে হয়?

উত্তর : মিটার স্কেলের

১২৯। মূল বা প্রধান স্কেলের পাশে কোন স্কেল সংযুক্ত থাকে?

উত্তর : ভার্নিয়ার স্কেল

১৩০। প্রধান স্কেলের নয়টি ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্যে কত মিলিমিটার?

উত্তর : ৯ মিলিমিটার

১৩১। প্রধান স্কেলের নয়টি ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্যে কত সেন্টিমটার?

উত্তর : ০.৯ সেন্টিমিটার

১৩২। ভার্নিয়ার ধ্রম্নবক কাকে বলে?

উত্তর : প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট তার পরিমাণকে ভার্নিয়ার ধ্রম্নবক বলে।

১৩৩। ভার্নিয়ার ধ্রম্নবক নির্ণয়ের সূত্রটি লিখ।

উত্তর : ভার্নিয়ার ধু্রবক যেখানে, ং প্রধান স্কেলের ক্ষুদ্রতম ১ ভাগের দৈর্ঘ্য এবং হ ভার্নিয়ারের ভাগের সংখ্যা।

১৩৪। ভার্নিয়ার ধ্রম্নবক কিসের ওপর নির্ভর করে?

উত্তর : প্রধান স্কেল ও ভার্নিয়ার স্কেলের দাগ কাটার বৈশিষ্ট্যের ওপর

১৩৫। স্স্নাইড ক্যালিপার্সের অন্য নাম কী?

উত্তর : ভার্নিয়ার ক্যালিপার্স

১৩৬। স্স্নাইড ক্যালিপার্সকে ভার্নিয়ার ক্যালিপার্স বলার কারণ কী?

উত্তর : কারণ স্স্নাইড ক্যালিপার্সযন্ত্রে মাপজোখের বেলায় ভার্নিয়ার পদ্ধতি ব্যবহার করা হয়।

১৩৭। কোন যন্ত্রের সাহায্যে তারের ব্যাসার্ধ, সরু চোঙের ব্যাসার্ধ ও ছোট দৈর্ঘ্য পরিমাপ করা হয়?

উত্তর : স্ক্রু গজ যন্ত্রের

১৩৮। যন্ত্রের পিচকে বৃত্তাকার স্কেলের সংখ্যা দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?

উত্তর : লঘিষ্ঠ গণন

১৩৯। তুলাযন্ত্রের অপর নাম কী?

উত্তর : ব্যালান্স

১৪০। পদার্থবিজ্ঞান ও রসায়ন ল্যাবরেটরিতে কোনো অল্প জিনিসের ভর সূক্ষ্ণভাবে পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?

উত্তর : তুলা যন্ত্র

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে