শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জীববিজ্ঞান

নতুনধারা
  ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

১. অগ্ন্যাশয়ের কোন কোষ গস্নুকাগন উৎপন্ন করে?

ক. আলফা

খ. বিটা

গ. ডেলটা

ঘ. এসাইনার কোষ

সঠিক উত্তর : ক. আলফা

২. পাকস্থলীর পরিপাকগ্রন্থি থেকে নিঃসৃত পরিপাকরস-

ক. ক্ষারকীয়

খ. নিরপেক্ষ

গ. অম্স্নীয়

ঘ. কোনোটিই নয়

সঠিক উত্তর : গ. অম্স্নীয়

৩. কোনটি ক্ষুদ্রান্ত্রের অংশ নয়?

ক. ডিওডেনাম

খ. জেজুনাম

গ. সিকাম

ঘ. ইলিয়াম

সঠিক উত্তর : গ. সিকাম

৪. অগ্ন্যাশয় একটি-

ক. অন্তঃক্ষরা গ্রন্থি

খ. বহিঃক্ষরা গ্রন্থি

গ. মিশ্রগ্রন্থি

ঘ. কোনোটিই নয়

সঠিক উত্তর : গ. মিশ্রগ্রন্থি

৫. দুধকে জমাটবদ্ধ করে যে এনজাইম -

ক. পেপসিন

খ. ট্রিপসিন

গ. রেনিন

ঘ. ল্যাকটেজ

সঠিক উত্তর : গ. রেনিন

৬. স্থায়ী দাঁতের দন্ত সংকেত কোনটি?

ক. ও২ঈ১গ২

খ. ও২ঈ১চস২গ৩

গ. ও২ঈ১চস২গ২

ঘ. কোনোটিই নয়

সঠিক উত্তর : খ. ও২ঈ১চস২গ৩

৭. মানুষের লালাগ্রন্থি -

ক. ৩ জোড়া

খ. ৩টি

গ. ৬ জোড়া

ঘ. ২ জোড়া

সঠিক উত্তর : ক. ৩ জোড়া

৮. হিউমেরাস কোন অস্থিটিকে বলা হয় -

ক. অগ্রপদের অস্থি

খ. হাতের অস্থি

গ. বাহুর অস্থি

ঘ. পায়ের অস্থি

সঠিক উত্তর : গ. বাহুর অস্থি

৯. কোনটি গ্রন্থি নয়?

ক. অগ্ন্যাশয়

খ. শুক্রাশয়

গ. ডিম্বাশয়

ঘ. পিত্তাশয়

সঠিক উত্তর : ঘ. পিত্তাশয়

১০. পাকস্থলীর মিউকাস স্তরের ভাঁজকে কী বলে?

ক. ভিলাই

খ. মাইক্রোভিলাই

গ. সিলিয়া

ঘ. রুগী

সঠিক উত্তর : ঘ. রুগী

১১. গ্যাস্ট্রিক রস কিসের প্রভাবে নিঃসৃত হয়?

ক. এনজাইম

খ. ঐঈষ

গ. গ্যাস্ট্রিন হরমোন

ঘ. কাইম

সঠিক উত্তর : গ. গ্যাস্ট্রিন হরমোন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<67935 and publish = 1 order by id desc limit 3' at line 1