বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
নবম-দশম শ্রেণির পড়াশোনা

জীববিজ্ঞান

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
  ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অধ্যায় ৪

৯০। অবাত শ্বসন কোথায় সংঘটিত হয়?

উত্তর : সাইটোপস্নাজমে

৯১। উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক প্রক্রিয়ার নাম কী?

উত্তর : সবাত শ্বসন

৯২। সবাত শ্বসন প্রক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন হয়?

উত্তর : ৪টি

৯৩। সবাত শ্বসনের ৪র্থ ধাপের নাম কী?

উত্তর : ইলেকট্রন প্রবাহতন্ত্র

৯৪। গস্নাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গস্নুকোজ থেকে কত অণু পাইরুভিক এসিড তৈরি হয়?

উত্তর : ২ অণু

৯৫। অবাত শ্বসন কাকে বলে?

উত্তর : যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে হয়ে থাকে তাকে অবাত শ্বসন বলে।

৯৬। সবাত শ্বসন কাকে বলে?

উত্তর : যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু জারিত হয়ে কার্বন ডাই-অক্সাইড, পানি ও বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে সবাত শ্বসন বলে।

৯৭। গস্নাইকোলাইসিস ধাপে কত অণু অঞচ অবশিষ্ট থাকে?

উত্তর : ২ অণু

৯৮। ক্রেবস চক্রে কয় অণু কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয়?

উত্তর : ৪ অণু

৯৯। ক্রেবস চক্রে কতটি অঞচ তৈরি হয়?

উত্তর : ২৪টি

১০০। শ্বসনের গস্নাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু অঞচ তৈরি হয়?

উত্তর : ৪ অণু

১০১। ক্রেবস চক্র কত সালে আবিষ্কৃত হয়?

উত্তর : ১৯৩৭ সালে

১০২। অ্যাসিটাইল কো-এ সৃষ্টি পর্যায়ে মোট কতটি কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয়?

উত্তর : ২টি

১০৩। গস্নাইকোলাইসিসে কত অণু ঘঅউঐ + ঐ+ উৎপন্ন হয়?

উত্তর : দুই

১০৪। সবাত শ্বসনে সর্বমোট কতটি অঞচ উৎপন্ন হয়?

উত্তর : ৩৮টি

১০৫। শ্বসনের সময় অ্যাসিটাইল কো-এ কোথায় তৈরি হয়?

উত্তর : মাইটোকন্ড্রিয়াতে

১০৬। অ্যাসিটাইল কো-এ ধাপে কয়টি ঘঅউঐ২ তৈরি হয়?

উত্তর : ২টি

১০৭। গস্নাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের কোথায় ঘটে?

উত্তর : সাইটোপস্নাজমে

১০৮। সবাত শ্বসনের ক্রেবস চক্রে এক অণু গস্নুকোজ থেকে কতটি অঞচ উৎপন্ন হয়?

উত্তর : ২৪টি

১০৯। সবাত শ্বসনে মোট কত অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়?

উত্তর : ছয় অণু

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<67933 and publish = 1 order by id desc limit 3' at line 1