শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাধারণজ্ঞান

প্রিয় শিক্ষার্থী, চলছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পূর্ণ আয়োজন নিয়ে আমরা হাজির। আশা রাখি এই আয়োজন তোমাদের সহায়তা করবে।
মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী
  ২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

১১৮। কোন দেশের সংবিধানে লেখা আছে 'ঞযব শরহম পধহ ফড় হড় ৎিড়হম্থ-

ক. যুক্তরাজ্য

খ. সুইডেন

গ. বেলজিয়াম

ঘ. স্পেন

সঠিক উত্তর : ক. যুক্তরাজ্য

১১৯। পৌরাণিক ট্রয় নগরী বর্তমানে কোন দেশে অবস্থিত?

ক. তুরস্ক

খ. গ্রিস

গ. ইতালি

ঘ. সাইপ্রাস

সঠিক উত্তর : ক. তুরস্ক

১২০। নিচের কোনটি সঠিক নয়?

ক. আফগানিস্তানের বিমান সংস্থার নাম আরিয়ানা

খ. ভিয়েতনামের রাজধানীর নাম নমপেন

গ. কুয়েতের মুদ্রার নাম দিনার

ঘ. শ্রীলংকার ভাষা সিংহলী ও আক্ষী

সঠিক উত্তর : খ. ভিয়েতনামের রাজধানীর নাম নমপেন

১২১। জিব্রল্টার প্রণালি কোন কোন দেশকে পৃথক করেছে?

ক. পর্তুগাল ও মরক্কো

খ. মৌরিতানিয়া ও স্পেন

গ. আলজেরিয়া ও স্পেন

ঘ. মরক্কো ও স্পেন

সঠিক উত্তর : ঘ. মরক্কো ও স্পেন

১২২। টঝঅ-কে 'স্ট্যাচু অব লিবার্টি' কোন দেশ উপহার দেয়?

ক. বেলজিয়াম

খ. যুক্তরাজ্য

গ. ফ্রান্স

ঘ. ইতালি

সঠিক উত্তর : গ. ফ্রান্স

১২৩। বিশ্বের আত্মহত্যার সর্বোচ্চ হার কোন দেশে?

ক. শ্রীলংকা

খ. নেদারল্যান্ড

গ. জাপান

ঘ. রোমানিয়া

সঠিক উত্তর : ক. শ্রীলংকা

১২৪। বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি?

ক. যুক্তরাষ্ট্র

খ. সৌদি আরব

গ. লুক্সেমবার্গ

ঘ. যুক্তরাজ্য

সঠিক উত্তর : গ. লুক্সেমবার্গ

১২৫। নিম্নের কোনটি ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্গত?

ক. উ. আমেরিকা

খ. দক্ষিণ-পূর্ব এশিয়া

গ. ইউরোপ

ঘ. গ্রিনল্যান্ড

সঠিক উত্তর : খ. দক্ষিণ-পূর্ব এশিয়া

১২৬। পৃথিবীর সবচেয়ে পুরাতন স্মৃতিস্তম্ভ কি?

ক. আইফেল টাওয়ার

খ. তাজমহল

গ. পিরামিড

ঘ. কুতুবমিনার

সঠিক উত্তর : গ. পিরামিড

১২৭। 'বেরিং প্রণালি' কোন দুটি মহাদেশকে

পৃথক করেছে?

ক. আমেরিকা ও এশিয়া

খ. আফ্রিকা ও ইউরোপ

গ. আফ্রিকা ও এশিয়া

ঘ. এশিয়া ও ইউরোপ

সঠিক উত্তর : ক. আমেরিকা ও এশিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<67778 and publish = 1 order by id desc limit 3' at line 1