logo
শুক্রবার, ০৫ জুন ২০২০, ২২ জ্যৈষ্ঠ ১৪২৬

  মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী য়   ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০  

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি (সাধারণজ্ঞান)

প্রিয় শিক্ষার্থী, চলছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পূর্ণ আয়োজন নিয়ে আমরা হাজির। আশা রাখি এই আয়োজন তোমাদের সহায়তা করবে।

১০৭। সর্বাধিক ঘনবসতিপূর্ণ দেশ কোনটি?

ক. চীন

খ. নেদারল্যান্ড

গ. বাংলাদেশ

ঘ. ভারত

সঠিক উত্তর : গ. বাংলাদেশ

১০৮। ব্রহ্মদেশ বর্তমানে কি নামে পরিচিত?

ক. থাইল্যান্ড

খ. জাপান

গ. মায়ানমার

ঘ. ভিয়েতনাম

সঠিক উত্তর : গ. মায়ানমার

১০৯। পৃথিবীর সবচেয়ে পুরাতন স্মৃতিস্তম্ভ কি?

ক. আইফেল টাওয়ার

খ. তাজমহল

গ. পিরামিড

ঘ. কুতুবমিনার

সঠিক উত্তর : গ. পিরামিড

১১০। নিম্নের কোনটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত?

ক. সুদারল্যান্ড

খ. ভিক্টোরিয়া

গ. নায়েগ্রা

ঘ. গ্রেট ফলস

সঠিক উত্তর : খ. ভিক্টোরিয়া

১১১। নেপোলিয়ান ১৮১৫ সালে ওয়াটারলু যুদ্ধে পরাজিত হয়েছিলেন। ওয়াটারলু কোন দেশে অবস্থিত?

ক. ফ্রান্স

খ. জার্মানি

গ. বেলজিয়াম

ঘ. ইংল্যান্ড

সঠিক উত্তর : গ. বেলজিয়াম

১১২। ঘঝঅউঅছ, ঋঞঝঊ, ঘওককঊও, ঐঅঘএঝঅঘএ-এগুলো দ্বারা কি বোঝায়?

ক. কতগুলো দেশের মুদ্রার নাম

খ. পূর্ব এশিয়ার কতগুলো নদীর নাম

গ. ইউরোপের কতগুলো শহরের নাম

ঘ. বিশ্বের কতগুলো শেয়ার বাজারের নাম

সঠিক উত্তর : ঘ. বিশ্বের কতগুলো শেয়ার বাজারের নাম

১১৩। মিনাংগকাবাউ জনগোষ্ঠী নিম্নের কোন দেশে বসবাস করে?

ক. ইন্দোনেশিয়া

খ. থাইল্যান্ড

গ. দি ফিলিপিনস

ঘ. বোর্নিয়ো

সঠিক উত্তর : ক. ইন্দোনেশিয়া

১১৪। কত হাজার বৎসর পূর্বে অস্ট্রেলিয়াতে অ্যাব্রোজিনালরা বসবাস শুরু করে?

ক. ১০০০০

খ. ২০০০০

গ. ৩০০০০

ঘ. ৪০০০০

সঠিক উত্তর : ঘ. ৪০০০০

১১৫। নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?

ক. বৈকাল-বিশ্বের উচ্চতর হ্রদ

খ. আকিশ হাইকিগু-বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু

গ. পানামা বিশ্বের গভীরতম খাল

ঘ. ২১ জুন-বিশ্বের ক্ষুদ্রতম রাত

সঠিক উত্তর : ক. বৈকাল-বিশ্বের উচ্চতর হ্রদ

১১৬। 'এঞ্জেলা' জলপ্রপাতটি কোন দেশে অবস্থিত?

ক. ফ্রান্স

খ. ভারত

গ. নরওয়ে

ঘ. ভেনিজুয়েলা

সঠিক উত্তর : ঘ. ভেনিজুয়েলা

১১৭। পৃথিবীর দীর্ঘতম নীলনদ কয়টি দেশে প্রবাহিত হয়?

ক. দশটি

খ. বারোটি

গ. নয়টি

ঘ. এগারটি

সঠিক উত্তর : ক. দশটি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে