বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির পড়াশোনা (জীববিজ্ঞান)

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
  ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পরিমিত তাপমাত্রা-

প্রিয় শিক্ষার্থী, আজ জীববিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো।

অধ্যায় ৪

৫৭। কত সালে হ্যাচ ও স্স্ন্যাক চক্র আবিষ্কৃত হয়?

উত্তর : ১৯৬৬ সালে

৫৮। অঞচ এবং ঘঅউচঐ + ঐ+ কে কী বলা হয়?

উত্তর : আত্তীকরণ শক্তি

৫৯। সালোকসংশ্লেষণের হার কীসের ওপর নির্ভর করে?

উত্তর : উদ্ভিদের পাতার বয়স ও সংখ্যার ওপর

৬০। কোন ধরনের উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার বেশি?

উত্তর : ঈ৪ উদ্ভিদের

৬১। ঈ৩ গতিপথ বলতে কোন চক্র বুঝায়?

উত্তর : ক্যালবিন চক্র

৬২। ঈ৩ গতিপথ আবিষ্কারকের নাম কী?

উত্তর : ক্যালভিন বেনসন

৬৩। ক্যালভিন তার আবিস্কারের জন্য কত সালে নোবেল পুরস্কার পান?

উত্তর :১৯৬১ সালে

৬৪। ঈ৪ গতিপথ আবিষ্কার করেন কারা?

উত্তর : হ্যাচ ও স্স্ন্যাক

৬৫। গতিপথ আবিষ্কৃত হয় কত সালে?

উত্তর : ১৯৬৬ সালে

৬৬। অক্সালো এসিটিক এসিড কত কার্বনবিশিষ্ট?

উত্তর : ৪ কার্বনবিশিষ্ট

৬৭। হ্যাচ ও স্স্ন্যাক কোন দেশের বিজ্ঞানী?

উত্তর : অস্ট্রেলিয়া

৬৮। ঈ৪ গতিপথের অপর নাম কী?

উত্তর : হ্যাচ ও স্স্ন্যাক চক্র

৬৯। ছয় অণু কার্বন ডাইাক্সাইড (৬ঈঙ২) থেকে এক অণু গস্নুকোজ তৈরি হওয়ার ক্ষেত্রে ক্যালভিন চক্র কত বার ঘুরবে?

উত্তর : ৬ বার

৭০। কোন তাপমাত্রায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়?

উত্তর : ৫০সে.

৭১। সালোকসংশ্লেষণে পটাসিয়াম কী হিসেবে কাজ করে?

উত্তর : অণুঘটক

৭২। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পরিমিত তাপমাত্রা কত?

উত্তর : ২২ সে. - ৩৫ সে.

৭৩। কত তরঙ্গ দৈর্ঘ্যে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো হয়?

উত্তর : ৬৮০ হস

৭৪। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহলের পরিমাণ কত?

উত্তর : ৯৫%

৭৫। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়ার নাম কী?

উত্তর : সালোকসংশ্লেষণ বিক্রিয়া

৭৬। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় হাইড্রোজেন আয়ন কী থেকে আসে?

উত্তর : পানি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<67654 and publish = 1 order by id desc limit 3' at line 1