বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
  ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
ভূমিধস কাকে বলে?

অধ্যায় ৮

৪১। সুনামির সময় সমুদ্রের ঢেউয়ের গতি ঘণ্টায় কত কিলোমিটার পর্যন্ত হতে পারে?

ক. ৮০০-১৩০০

খ. ৭০০-১২০০

গ. ৯০০-১২০০

ঘ. ১০০০-১২০০

সঠিক উত্তর : ক. ৮০০-১৩০০

৪২। সুনামির কারণে সমুদ্রের পানি জলোচ্ছ্বাসের আকারে উপকূলের কত কিলোমিটারের মধ্যে ঢুকে যেতে পারে?

ক. ১৫

খ. ১২

গ. ১১

ঘ. ১০

সঠিক উত্তর : ঘ. ১০

৪৩। জাপানের উত্তর-পূর্ব এলাকায় ভয়াবহ সুনামি সংঘটিত হয় কত সালে?

ক. ২০০৮

খ. ২০০৯

গ. ২০১০

ঘ. ২০১১

সঠিক উত্তর : ঘ. ২০১১

৪৪। জাপানের রাজধানীর নাম কী?

ক. ওসাকা

খ. টোকিও

গ. বেইজিং

ঘ. কায়রো

সঠিক উত্তর : খ. টোকিও

৪৫। ২০১১ সালে জাপানের উত্তর-পূর্ব এলাকায় ভয়াবহ সুনামিতে জাপানের কতটি পারমাণবিক বিদু্যৎকেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়?

ক. পাঁচটি

খ. চারটি

গ. তিনটি

ঘ. দুটি

সঠিক উত্তর : ক. পাঁচটি

৪৬। ভূমিধস কাকে বলে?

ক. পাহাড়ের মাটি ধসে পড়া

খ. মাটি ফেটে যাওয়া

গ. নদীগর্ভে ভূমি বিলীন হওয়া

ঘ. নদীগর্ভে ঘরবাড়ি বিলীন হওয়া

সঠিক উত্তর : ক. পাহাড়ের মাটি ধসে পড়া

৪৭। বাংলাদেশের কোন জেলায় ভূমিধস হয়ে মানুষের প্রাণহানি ঘটে?

র. চট্টগ্রাম, সিলেট, নেত্রকোনা

রর. চট্টগ্রাম, বান্দরবন, নেত্রকোনা

ররর. কক্সবাজার, বান্দরবন, বরিশাল

নিচের কোনটি সঠিক?

ক. র ও ররর খ. র, রর ও ররর

গ. র ও রর ঘ. র

সঠিক উত্তর : গ. র ও রর

নিচের উদ্দীপকটি পড়ে এবং ৪৮ ও ৪৯ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

এয়ারকন্ডিশনার থেকে গ্রিনহাউস গ্যাস নির্গত হয় বলে পরিবেশসচেতন শিক্ষক সাঈদ হোসেন এয়ারকন্ডিশনার ব্যবহার করেন না। তিনি সাধারণ ফ্যান দিয়েই কাজ চালান।

সাঈদ হোসেন একটি পরিবেশবাদী সংগঠনের সদস্য হিসেবে পরিবেশ রক্ষায় কাজ করেন। এজাতীয় দ্রব্য ব্যবহারে মানুষকে নিরুৎসাহিত করেন। তিনি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পরিবেশসচেতন করার জন্য অবিরত কাজ করে যাচ্ছেন।

৪৮. সাঈদ হোসেন কোন ধরনের দ্রব্য

পরিহার করেছেন?

ক. অতি প্রয়োজনীয় দ্রব্য

খ. বিলাসদ্রব্য

গ. পরিবেশবান্ধব দ্রব্য

ঘ. নিত্যপ্রয়োজনীয় দ্রব্য

সঠিক উত্তর : খ. বিলাসদ্রব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<67464 and publish = 1 order by id desc limit 3' at line 1