logo
রবিবার, ৩১ মে ২০২০, ১৭ জ্যৈষ্ঠ ১৪২৬

  অনলাইন ডেস্ক    ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০  

বেরোবিতে সেমিনার অনুষ্ঠিত

বেরোবিতে সেমিনার অনুষ্ঠিত
শিক্ষা জগৎ ডেস্ক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে 'বাংলাদেশে ডিজিটাল স্বাস্থ্যসেবা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউলস্নাহ, বিএনসিসিও। সেমিনারে মূলবক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেনা সদরদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল হামিদ এনডিসি, পিএসসি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল এএফডাবিস্নউসি, পিএসসির (অব.) সভাপতিত্বে এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক এবিএম নুরুলস্নাহর সঞ্চালনায় সেমিনারে একই বিভাগের প্রভাষক শাম্মী ইসলাম, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মো. ইউসুফ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. সারোয়ার আহমাদ, সহিবুর রহমান উপস্থিত ছিলেন। এদিকে একাডেমিক ভবন-২ এ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ইইই ক্লাবের আয়োজনে 'মাইক্রোইলেকট্রনিক্স ফেব্রিকেশন অ্যান্ড ডিজাইন অব ইসিআইএস সেন্সরস' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউলস্নাহ, বিএনসিসিও।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জোয়ার্দার জাফর সাদিকের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তা ছিলেন ভারতের আইআইটি রুড়কি থেকে এমটেক ডিগ্রিপ্রাপ্ত সানজানা আফরিন রাইসা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে