logo
শনিবার, ০৬ জুন ২০২০, ২৩ জ্যৈষ্ঠ ১৪২৬

  মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা   ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০  

নবম-দশম শ্রেণির পড়াশোনা

জীববিজ্ঞান

জীববিজ্ঞান
ইস্টে কোন ধরনের বিভাজন দেখা যায় ?
অধ্যায়-৩

৫। যৌন প্রজননের সময় শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়ে কী তৈরি হয়?

উত্তর : জাইগোট

৬। ইস্টে কোন ধরনের বিভাজন দেখা যায়?

উত্তর : অ্যামাইটোসিস

৭। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস কয় অংশে বিভক্ত হয়?

উত্তর : ২ অংশে

৮। ব্যাকটেরিয়ায় কোন ধরনের বিভাজন দেখা যায়?

উত্তর : অ্যামাইটোসিস

৯। সেন্ট্রিওল হতে কোন তন্তু বিচ্ছুরিত হয়?

উত্তর : অ্যাস্টার

১০। কোন প্রকৃতির কোষ বিভাজনের ফলে জীব জগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে?

উত্তর : মাইটোসিস

১১। প্যাপিলোমা ভাইরাসের কোন দুটি জীন ক্যান্সার তৈরির জন্য দায়ী?

উত্তর : ই৬ ও ই৭

১২। উদ্ভিদের ভ্রূণমূল ও ভ্রূণমুকুল-এ কোন ধরনের কোষ বিভাজন ঘটে?

উত্তর : মাইটোসিস

১৩। কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে?

উত্তর : প্রো-মেটাফেজ

১৪। কোন কোষ বিভাজনকে ইকুয়েশনাল বিভাজন বলে?

উত্তর : মাইটোসিস

১৫। মাইটোসিস কোষ বিভাজনের শেষ পর্যায়ের নাম কী?

উত্তর : টেলাফেজ

১৬। প্রোফেজ পর্যায়ে ক্রোমোসোম কী অবস্থায় থাকে?

উত্তর : কুন্ডলিত

১৭। কোন কোষ বিভাজনে নিউক্লিয়াস ও ক্রোমোসোম একবার বিভাজিত হয়?

উত্তর : মাইটোসিস

১৮। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে কী বলে?

উত্তর : ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল

১৯। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়?

উত্তর : অ্যানাফেজ

২০। প্রোফেজ পর্যায়ে ক্রোমোসোম কয় ভাগে বিভক্ত হয়?

উত্তর : ২ ভাগে

২১। কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়?

উত্তর : প্রোফেজ

২২। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোসোমগুলো দুই মেরুর মাঝখানে অবস্থান করে?

উত্তর : মেটাফেজ

২৩। কোন ধাপে বাহুদ্বয় অনুগামী হয়?

উত্তর : প্রোফেজ

২৪। মাইটোসিস কোষ বিভাজন কয়টি ধাপে সম্পন্ন হয়?

উত্তর : ৫

২৫। মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়?

উত্তর : মেটাফেজ

২৬। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো দুভাগে বিভক্ত হয়?

উত্তর : অ্যানাফেজ

২৭। কোষ বিভাজনের কোন ধাপে পানি হ্রাস পায়?

উত্তর : প্রোফেজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে