বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
নবম-দশম শ্রেণির পড়াশোনা

জীববিজ্ঞান

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
  ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
মাইটোকন্ড্রিয়া

অধ্যায়- ২

৭। পস্নাস্টিড কয় প্রকার?

উত্তর : ৩ প্রকার

৮। পস্নাস্টিডের কোথায় সূর্যালোক আবদ্ধ হয়?

উত্তর : গ্রানা

৯। কোষঝিলস্নী কী দ্বারা গঠিত?

উত্তর : লিপিড ও প্রোটিন

১০। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দ্বারা গঠিত?

উত্তর : লিপিড ও প্রোটিন

১১। মাইটোকন্ড্রিয়া কে নামকরণ করেন?

উত্তর : বেনডা

১২। কত সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কৃত হয়?

উত্তর : ১৮৯৮ সালে

১৩। সাইটোপস্নাজমের বাইরের দিকের শক্ত আবরণকে কী বলে?

উত্তর : এক্টোপস্নাজম

১৪। মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরের ভাঁজকে কী বলে?

উত্তর : ক্রিস্টি

১৫। শ্বসনের প্রধান ধাপ কয়টি?

উত্তর : ২টি

১৬। শ্বসনের ক্রেব্‌স চক্র কোষের কোন অঙ্গাণুতে সম্পন্ন হয়?

উত্তর : মাইটোকন্ড্রিয়া

১৭। ক্যারোটিনয়েড নামক রঞ্জক থাকে কোন পস্নাস্টিডে?

উত্তর : ক্লোরোপস্নাস্ট

১৮। কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে?

উত্তর : মাইটোকন্ড্রিয়াকে

১৯। আমিষ সংশ্লেষণে সাহায্য করে কোষের কোন অঙ্গাণু?

উত্তর : রাইবোজোম

২০। নিউক্লিয়াসের ভেতরে জেলির মতো যে বস্তু বা রস থাকে তাকে কী বলে?

উত্তর : নিউক্লিওপস্নাজম

২১। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন কোথায় হয়?

উত্তর : রাইবোজোমে

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<66365 and publish = 1 order by id desc limit 3' at line 1