শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
  ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
বাঁশের কেলস্না নির্মাণ করেন-

শূন্যস্থান পূরণ

২৪. বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন -।

উত্তর : সিরাজউদ্দৌলা

২৫. সিরাজউদ্দৌলা - বাংলার নবাব হন।

উত্তর : নবাব আলীবর্দি খাঁর মৃতু্যর পর

২৬. ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম ছিল -।

উত্তর : 'ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি'

২৭. - পলাশীর যুদ্ধ সংঘটিত হয়।

উত্তর : ১৭৫৭ সালের ২৩ জুন

২৮. - বক্সারের যুদ্ধ সংঘটিত হয়।

উত্তর : ১৭৬৪ সালে

২৯. - সিপাহি বিদ্রোহ দেখা দেয়।

উত্তর : ১৮৫৭ সালে

৩০. ব্রিটিশ সরকার সরাসরি নিজ হাতে - এ দেশ শাসন করে।

উত্তর : ১৮৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত

৩১. - শাসনামলে বাংলায় নবজাগরণ ঘটে।

উত্তর : ইংরেজ শাসনামলে (উনিশ শতকে)

৩২. বাঁশের কেলস্না - নির্মাণ করেন।

উত্তর : তিতুমীর

৩৩. প্রথম ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রাম -।

উত্তর : ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ

৩৪. সিপাহি বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল -।

উত্তর : ভারতবর্ষকে স্বাধীন করা

৩৫. ১৮৫৭ সালে সিপাহিদের নেতৃত্বে - প্রথম বিদ্রোহ সংঘটিত হয়।

উত্তর : ব্যারাকপুরে

৩৬. - কোন বিদ্রোহের ফলে ভারতবর্ষে কোম্পানি শাসনের অবসান হয়।

উত্তর : সিপাহি বিদ্রোহ

৩৭. ভারতীয় জাতীয় কংগ্রেস কখন গঠিত হয়-।

উত্তর : ১৮৮৫ সালে

৩৮. ১৯০৫ সালে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়া হয় -।

উত্তর : বাংলার জাতীয়তাবাদী আন্দোলন দমন করার জন্য

৩৯. বঙ্গভঙ্গ রদ করা হয় -।

উত্তর : ১৯১১ সালে

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<66364 and publish = 1 order by id desc limit 3' at line 1