logo
শনিবার, ০৪ জুলাই ২০২০, ২০ আষাঢ় ১৪২৬

  অনলাইন ডেস্ক    ১০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০  

প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির তালিকা

প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির তালিকা
শিক্ষা জগৎ ডেস্ক য়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্স্নিপের মেধা তালিকা ১২ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।

৮ সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম। ঝগঝ-এর মাধ্যমে বিকাল ৪টা থেকে যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে- হঁ<ংঢ়ধপব>ধঃসঢ়<ংঢ়ধপব>ৎড়ষষ হড়. লিখে ১৬২২২ নম্বরে মেসেজ ঝবহফ করলে ফল জানা যাবে। এ ছাড়া রাত ৯টায় ভর্তিবিষয়ক ওয়েবসাইট িি.িহঁ.ধপ.নফ/ধফসরংংরড়হং থেকে ফল পাওয়া যাবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে