logo
শনিবার, ০৪ জুলাই ২০২০, ২০ আষাঢ় ১৪২৬

  মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী য়   ১০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০  

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি (সাধারণজ্ঞান)

প্রিয় শিক্ষার্থী, শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পূর্ণ আয়োজন নিয়ে আমরা হাজির। আশা রাখি এই আয়োজন তোমাদের সহায়তা করবে।

৪৪। বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি?

ক. গোমতী

খ. মহানন্দা

গ. হালদা

ঘ. কর্ণফুলী

সঠিক উত্তর : গ. হালদা

৪৫। ঢাকা বিশ্বের কততম মেগাসিটি?

ক. ৭তম

খ. ১১তম

গ. ১৩তম

ঘ. ১৯তম

সঠিক উত্তর : খ. ১১তম

৪৬। বাংলাদেশের শীতল পানির ঝরনা কোন জেলায় অবস্থিত?

ক. মৌলভীবাজার

খ. কক্সবাজার

গ. চট্টগ্রাম

ঘ. সিলেট

সঠিক উত্তর : খ. কক্সবাজার

৪৭। নিচের কোনটি ফল নয়?

ক.জাম

\হখ.কলা

গ. আম

ঘ. গাজর

সঠিক উত্তর : ঘ. গাজর

৪৮। বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি?

ক. ছেঁড়া দ্বীপ

খ. সেন্ট মার্টিন দ্বীপ

গ. মনপুরা

ঘ. শাহবাজপুর দ্বীপ

সঠিক উত্তর : খ. সেন্ট মার্টিন দ্বীপ

৪৯। দক্ষিণ তালপট্টি দ্বীপ নিম্নের কোন জেলায় অবস্থিত?

ক. সাতক্ষীরা

খ. ভোলা

গ. নোয়াখালী

ঘ. চট্টগ্রাম

সঠিক উত্তর : ক. সাতক্ষীরা

৫০। বাংলাদেশের কোন জেলায় 'চর কুকড়ি মুকড়ি' অবস্থিত?

ক. নোয়াখালী

খ. পটুয়াখালী

গ. ভোলা

ঘ. ফেনী

সঠিক উত্তর : গ. ভোলা

৫১। কংস নদী কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত?

ক. টাঙ্গাইল

খ. ময়মনসিংহ

গ. শেরপুর

ঘ. জামালপুর

সঠিক উত্তর : গ. শেরপুর

৫২। প্রথম বারের মতো বাংলাদেশের বায়ুবিদু্যৎ প্রকল্প স্থাপিত হয়?

ক. চট্টগ্রাম

খ. ফেনীতে

গ. নোয়াখালীতে

ঘ. লক্ষ্ণীপুরে

সঠিক উত্তর : খ. ফেনীতে

৫৩। ১৯৭২ সালের কোন মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেন-

ক. জানুয়ারি

খ.ফেব্রম্নয়ারি

গ. মার্চ

ঘ. এপ্রিল

সঠিক উত্তর : ক. জানুয়ারি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে