logo
বুধবার, ০৮ এপ্রিল ২০২০, ২৫ চৈত্র ১৪২৫

  সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়   ১০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০  

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)
গণতন্ত্র বলতে বোঝায় -
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয়

থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো

অধ্যায়-৭

৩। নিচের কোনটি রাষ্ট্রের উপাদান?

ক. রাষ্ট্রপতির কার্যালয়

খ. সরকার

গ. সচিব

ঘ. সচিবালয়

সঠিক উত্তর: খ. সরকার

৪। রাষ্ট্র পরিচালিত হয় কীভাবে?

ক. মন্ত্রীদের ইচ্ছায়

খ. সাংসদের ইচ্ছায়

গ. প্রধানমন্ত্রীর নির্দেশে

ঘ. সাংবিধানিক নীতিমালার ভিত্তিতে

সঠিক উত্তর: ঘ. সাংবিধানিক নীতিমালার ভিত্তিতে

৫। বাংলাদেশের সংবিধান কখন প্রণীত হয়?

ক. ১৯৭২ সালের জুন মাসে

খ. ১৯৭২ সালের মার্চ মাসে

গ. ১৯৭২ সালের নভেম্বর মাসে

ঘ. ১৯৭২ সালের এপ্রিল মাসে

সঠিক উত্তর: গ. ১৯৭২ সালের নভেম্বর মাসে

৬। নিচের কোনটি রাষ্ট্রের মূল চালিকাশক্তি?

ক. জনগণ

খ. সার্বভৌমত্ব

গ. সরকার

ঘ. নির্দিষ্ট ভূখন্ড

সঠিক উত্তর: গ. সরকার

৭। রাষ্ট্র পরিচালনার সকল কাজ কার মাধ্যমে সম্পাদিত হয়?

ক. সরকার

খ. রাষ্ট্রপতি

গ. প্রধানমন্ত্রী

ঘ. মন্ত্রী

সঠিক উত্তর : ক. সরকার

৮। যুগে যুগে রাষ্ট্রের কোনটির পরিবর্তন ও পরিবর্ধন ঘটেছে?

ক. সরকারের ধরন ও ধারণার

খ. ক্ষমতার

গ. সরকারের ধরন

ঘ. সরকারের ধারণার

সঠিক উত্তর: ক. সরকারের ধরন ও ধারণার

৯। সরকারকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?

ক. ২ ভাগে

খ. ৩ ভাগে

গ. ৪ ভাগে

ঘ. ৫ ভাগে

সঠিক উত্তর: ক. ২ ভাগে

১০। গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে?

ক. সরকার

খ. প্রধানমন্ত্রী

গ.রাষ্ট্রপতি

ঘ. জনগণ

সঠিক উত্তর: ঘ. জনগণ

১১। গণতন্ত্রে সব ক্ষমতার উৎস কে?

ক. সরকার

খ. জনগণ

গ. রাষ্ট্র

ঘ. রাষ্ট্রপতি

সঠিক উত্তর: খ. জনগণ

১২। গণতন্ত্র বলতে কী বোঝায়?

ক. রাষ্ট্রপতির শাসন

খ. প্রধানমন্ত্রীর শাসন

গ. জনগণের শাসন

ঘ. মন্ত্রীদের শাসন

সঠিক উত্তর: গ. জনগণের শাসন

১৩। একনায়কতন্ত্র বলতে কী বোঝায়?

ক. এক দলের শাসন

খ. প্রধানমন্ত্রীর শাসন

গ. রাষ্ট্রপতির শাসন

ঘ. একাধিক ব্যক্তির শাসন

সঠিক উত্তর: ক. এক দলের শাসন

১৪। কোন ধরনের শাসনব্যবস্থায় জনগণের অধিকার ও মতামতের কোনো স্থান নেই?

ক. সমাজতন্ত্র

খ. গণতন্ত্র

গ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র

ঘ. একনায়কতন্ত্র

সঠিক উত্তর: ঘ. একনায়কতন্ত্র

১৫। রাষ্ট্রপ্রধান কীভাবে ক্ষমতা লাভ করবেন তার ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?

ক. ৫ ভাগে

খ. ৪ ভাগে

গ. ৩ ভাগে

ঘ. ২ ভাগে

সঠিক উত্তর: ঘ. ২ ভাগে

১৬. ক্ষমতা বণ্টনের নীতির ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?

ক. পাঁচ ভাগে

খ. চার ভাগে

গ. তিন ভাগে

ঘ. দুই ভাগে

সঠিক উত্তর : ঘ. দুই ভাগে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে