শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

গণিত

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
  ২৬ আগস্ট ২০১৯, ০০:০০
১ দিন = কত ঘণ্টা?

দ্বাদশ অধ্যায়

৩৩। ১ শতাব্দী = কত বছর?

উত্তর : ১০০ বছর

৩৪। ১ ঘণ্টা = কত সেকেন্ড?

উত্তর : ৩৬০০ সেকেন্ড

৩৫। ১ দিন = কত ঘণ্টা?

উত্তর : ২৪ ঘণ্টা

ত্রয়োদশ অধ্যায়

১। উপাত্ত কত প্রকার ও কী কী?

উত্তর : ২ প্রকার। যথা : বিন্যস্ত উপাত্ত ও অবিন্যস্ত উপাত্ত

২। বিন্যস্ত উপাত্ত কাকে বলে?

উত্তর: যে উপাত্তগুলো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে, সেগুলোকে বিন্যস্ত উপাত্ত বলে।

৩। অবিন্যস্ত উপাত্ত কাকে বলে?

উত্তর : যে উপাত্তগুলো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না, সেগুলোকে বিন্যস্ত উপাত্ত বলে।

৪। এরিয়ার দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীর কততম স্থানে রয়েছে?

উত্তর : ৯০তম

৫। শ্রেণি ব্যবধান কাকে বলে?

উত্তর : প্রত্যেক শ্রেণির দুইটি মানের মধ্যে পার্থক্য বা ব্যবধান হলো শ্রেণি ব্যবধান।

৬। উপাত্ত কাকে বলে?

উত্তর : প্রাপ্ত তথ্যসমূহ সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে উপাত্ত বলে।

৭। ২০-২৯, ৩০-৩৯, ৪০-৪৯, ৫০-৫৯ উপাত্তগুলোকে কী ধরনের উপাত্ত বলে?

উত্তর : বিন্যস্ত উপাত্ত

৮। ৩২, ১৮, ৪৫, ৪৭, ৩৫ উপাত্তগুলোকে কী ধরনের উপাত্ত বলে?

উত্তর : অবিন্যস্ত উপাত্ত

৯। বাংলাদেশে কত বছর পর পর আদমশুমারি হয়ে থাকে?

উত্তর : লেখচিত্র

১০। চাক্ষুস প্রদর্শনের জন্য রেখার সাহায্যে আঁকা চিত্রকে কী বলে?

উত্তর : লেখচিত্র

১১। কোনো উপাত্তের সর্বোচ্চ মান ৯৮ এবং সর্বনিম্ন মান ৪১ হলে, তাদের ব্যবধান কত?

উত্তর : ৫৭

১২। বাংলাদেশের মোট এরিয়া বা আয়তন কত?

উত্তর: ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার (এক লক্ষ সাতচলিস্নশ হাজার বর্গ কিলোমিটার)

১৩। দক্ষিণ এশিয়ার কোন দেশে জনসংখ্যা সবচেয়ে বেশি?

উত্তর : ভারতে

১৪। দক্ষিণ এশিয়ার কোন দেশে জনসংখ্যা সবচেয়ে কম?

উত্তর : ভুটানে

১৫। জনসংখ্যার ঘনত্ব কাকে বলে?

উত্তর : কোনো এলাকায় গড়ে প্রতি বর্গ কিলোমিটারে যত লোক বাস করে সেই সংখ্যা হলো ঐ এলাকার জনসংখ্যার ঘনত্ব।

১৬। পটুয়াখালী জেলার লোকসংখ্যা প্রায় ১৫ লক্ষ ১৭ হাজার এবং এরিয়া ৩২২১ বর্গ কিলোমিটার। পটুয়াখালী জেলার জনসংখ্যার ঘনত্ব কত?

উত্তর : ৪৭১ জন [ঐরহঃং: জনসংখ্যার ঘনত্ব =

১৭। ২০১১ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?

উত্তর : ১৪,২৩,১৯,০০০

১৮। কয়টি অক্ষরেখার সাহায্যে লেখচিত্র আঁকা হয়?

উত্তর : ২টি

১৯। প্রদত্ত তথ্য বা সংগৃহীত উপাত্ত সহজে বোঝার ও দৃশ্যমান করার জন্য কার্যকর মাধ্যমের নাম কী?

উত্তর : লেখচিত্র

২০। ২০০১ সাল খেকে ২০১০ সাল পর্যন্ত সময়কে কী বলা হয়?

উত্তর : ১ দশক

২১। একটি আদর্শ পরিবারের লেকসংখ্যা কত?

উত্তর : ৪ জন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<63925 and publish = 1 order by id desc limit 3' at line 1