শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৯ম-১০ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
  ১৫ আগস্ট ২০১৯, ০০:০০
সম্রাট আকবর

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো

ষষ্ঠ অধ্যায়

নিচের উদ্দীপকটি পড় এবং ৩৫, ৩৬ ও ৩৭নং প্রশ্নের উত্তর দাও : হাসি লাইব্রেরিতে বই পড়তে গিয়ে একটি বইয়ের কভার পেজে দেখতে পায় স্বাধীন সুলতানী আমল ১৩৩৮-১৫৩৮ খ্রিস্টাব্দ লেখা রয়েছে। সে আগ্রহ নিয়ে বইটি পড়তে শুরু করে

৩৫। উদ্দীপকে লেখা সময় কাল কোন অঞ্চলের শাসকদের ব্যর্থতার পরিচয় বহন করে?

(ক) বাংলা

(খ) বখতিয়ার খলজি

(গ) উড়িষ্যা

(ঘ) বিহার

সঠিক উত্তর: (গ) উড়িষ্যা

৩৬। উক্ত আসনটির সূচনাকারী হলেন-

(ক) কায়কোবাদ

(খ) ফররুফ আহমদ

(গ) শাহ মুহম্মদ সগীর

(ঘ) ফখরুদ্দিন মুবারক শাহ

সঠিক উত্তর: (ঘ) ফখরুদ্দিন মুবারক শাহ

৩৭। উক্ত বংশের শাসনামলে ঘটেছিল-

(র) শাহ-ই-বাঙালি উপাধি

(রর) চাঁদপুর থেকে চট্টগ্রাম রাজপথ নির্মাণ

(ররর) ৩০০ বছরের শাসন

নিচের কোনটি সঠিক

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (ক) র ও রর

৩৮। মানসিংহ কার ডাকে আগ্রায় ফিরে যান?

(ক) সম্রাটের

(খ) ফকিরের

(গ) সত্য পীরের

(ঘ) মন্ত্রীর

সঠিক উত্তর: (ক) সম্রাটের

৩৯। 'ইউছুফ জুলেখা' কাব্যগ্রন্থের রচিয়তা কে?

(ক) ফররুফ আহমদ

(খ) শাহ মুহম্মদ সগীর

(গ) শেখ শাদী

(ঘ) আলাওল

সঠিক উত্তর: (খ) শাহ মুহম্মদ সগীর

৪০। নুসরত শাহ কর্তৃক দেশের বিভিন্ন স্থানে লাইব্রেরি স্থাপনের যথার্থ কারণ কোনটি?

(ক) ধর্মের প্রসার

(খ) গানের প্রসার

(গ) শিক্ষার প্রসার

(ঘ) সুনাম প্রসার

\হসঠিক উত্তর: (গ) শিক্ষার প্রসার

৪১। বাংলায় সুবেদারী শাসন প্রতিষ্ঠা হয় কখন?

(ক) ১৬০৭ খ্রিস্টাব্দে

(খ) ১৬০৮ খ্রিস্টাব্দে

(গ) ১৬০৯ খ্রিস্টাব্দে

(ঘ) ১৬১০ খ্রিস্টাব্দে

সঠিক উত্তর: (ঘ) ১৬১০ খ্রিস্টাব্দে

নিচের উদ্দীপকের আলোকে ৪২ ও ৪৩ নং প্রশ্নের উত্তর দাও : রোকনুজ্জামান স্বীয় কর্মশক্তিতে বিশ্বাসী ছিলেন বিধায় নিজ বুদ্ধি বলে ১২০৪ খ্রিস্টাব্দে নদীয়া জয়ের মধ্যদিয়ে বাংলায় সর্বপ্রথম মুসলিম শাসনের গোড়াপত্তন করেন।

৪২। উদ্দীপকের রোকনুজ্জামান কর্মকান্ডে কার বৈশিষ্ট্য ফুটে উঠেছে?

(ক) রামপাল

(খ) বখতিয়ার খলজি

(গ) মাহমুদ শাহ

(ঘ) সিকান্দার শাহ

সঠিক উত্তর: (খ) বখতিয়ার খলজি

৪৩। উক্ত শাসকের আক্রমণে বাংলায়-

(র) সেন বংশের পতন ঘটে

(রর) মুসলিম শাসনের সূচনা ঘটে

(ররর) বাংলার ব্যাপক ক্ষতি হয়

নিচের কোনটি সঠিক

(ক) র ও রর (খ) রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (ক) র ও রর

৪৪। আলাউদ্দিন হুসেন শাহ ছিলেন-

(র) সুশাসক

(রর) দুরদর্শী রাজনীতিবিদ

(ররর) অত্যাচারী শাসক

নিচের কোনটি সঠিক

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (ক) র ও রর

৪৫। সম্রাট আওরঙ্গজেব মীরজুমলাকে কিসের দায়িত্ব দেন?

(ক) রাজস্ব আদায়ের

(খ) সুবেদারের

(গ) বাদশাহর

(ঘ) মন্ত্রীর

সঠিক উত্তর: (খ) সুবেদারের

৪৬। আকবরের বাংলা আক্রমণ করার ক্ষেত্রে নিচের কোনটি অধিক সমর্থনযোগ্য?

(ক) তাজখান কররানীর আচরণ

(খ) মুমিন কররানীর আচরণ

(গ) সুলায়মান কররানীর আচরণ

(ঘ) দাউদ কররানীর আচরণ

সঠিক উত্তর: (ঘ) দাউদ কররানীর আচরণ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<62230 and publish = 1 order by id desc limit 3' at line 1