শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি গণিত

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
  ১৫ আগস্ট ২০১৯, ০০:০০

আজ তোমাদের জন্য গণিত থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো

তৃতীয় অধ্যায়

২৯। তামিমার ৪৬২০৫১ টাকা আছে। নাসরিনের ৪০১২৬৫ টাকা আছে। কার বেশি টাকা আছে বের করতে হলে কী করতে হবে?

উত্তর : তামিমার টাকা থেকে নাসরিনের টাকা বিয়োগ করতে হবে

৩০। পুত্রের বয়স পিতার বয়সের অংশ, পিতার বয়স ২৪ বছর হলে, পুত্রের বয়স কত?

উত্তর : ৭ বছর

৩১। মীনা ও তার বন্ধুদের বয়সের সমষ্টি ৬০ বছর। তাদের বয়সের গড় ১২ বছর। মীনাসহ তার বন্ধুর সংখ্যা কতজন?

উত্তর : ৫ জন

চতুর্থ অধ্যায়

১। সংখ্যা প্রতীক কয়টি ও কী কী?

উত্তর : ১০টি। যথা : ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০

২। প্রক্রিয়া প্রতীক কয়টি ও কী কী?

উত্তর : ৪টি। যথা : যোগ, বিয়োগ, গুণ ও ভাগ

৩। সম্পর্ক প্রতীক কয়টি?

উত্তর : ৮টি

৪। সম্পর্ক প্রতীকগুলো লিখ।

উত্তর : >, <, ্ভ্র, ক্ত =, জ্ঞ,,

৫। অজানা সংখ্যা নির্দেশ করতে কোন প্রতীক ব্যবহার করা হয়?

উত্তর : অক্ষর প্রতীক

৬। বন্ধনী প্রতীকগুলো লিখ।

উত্তর : (), {}, [ ]

৭। বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীক সংবলিত গাণিতিক বাক্যকে কী বলে?

উত্তর : খোলা বাক্য

৮। গণিতবিষয়ক এমন কোনো উক্তি যা সুনির্দিষ্ট করে সত্য না মিথ্যা বলা যায় তাকে কী বলে?

উত্তর : গাণিতিক বাক্য

৯। (ক ক্ম ৩) + ৫ = ২০ উক্তিটি কথায় লিখ।

উত্তর : কোনো সংখ্যাকে তিন দ্বারা গুণ করে গুণফলের সাথে ৫ যোগ করলে যোগফল ২০ হবে।

১০। ৩ ক্ম ক < ২০ এ ক্ষেত্রে 'ক' এর কোন মানের জন্য উক্তিটি সত্য?

উত্তর : ১, ২, ৩, ৪, ৫, ৬

১১। ৯ ক্ম খ ্ভ্র ৬০ হলে 'খ' এর মান কত?

উত্তর : ১, ২, ৩, ৪, ৫, ৬

১২। ক ক্ম ৮ + ২০ - ৮ = ১০৮ এখানে 'ক' এর মান কত?

উত্তর : ১২

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<62229 and publish = 1 order by id desc limit 3' at line 1