logo
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৯, ২১ অগ্রহায়ণ ১৪২৬

  সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়   ১০ আগস্ট ২০১৯, ০০:০০  

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলা)

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলা)
সমাজ মানেই নারী-পুরুষের মিলিত বসবাস
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো

নারী

১৪. সাম্যের গান গাইতে গিয়ে কবি কীসের কথা বলেছেন?

র. নারী-পুরুষের সমান অধিকারের কথা

রর. নারী-পুরুষের ভেদাভেদহীনতার কথা

ররর. পুরুষের পাশে নারীর প্রয়োজনের কথা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

১৫। লুনার ভাই শফিক রণাঙ্গনে শহীদ হয়। 'রণ' শব্দটি 'নারী' কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. বিদ্রোহ

খ. যুদ্ধ

গ. সংহতি

ঘ. রংবাজ

সঠিক উত্তর : খ. যুদ্ধ

১৬। 'অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর'-এ বাক্যটি কীসের প্রতীক?

ক. সমাজে মালিক-শ্রমিক মিলেই সভ্যতা গড়ে ওঠে

খ. সমাজে মানুষের সমান কাজই সমাজের উন্নতি করে

গ. সমাজের সব ভালো কাজে নারী-পুরুষের সমান অবদান

ঘ. সমাজ মানেই নারী-পুরুষের মিলিত বসবাস

সঠিক উত্তর : ঘ. সমাজ মানেই নারী-পুরুষের মিলিত বসবাস

১৭. কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

ক. বাংলায় ইসলামী গান লিখে প্রশংসা পেয়েছেন

খ. বাংলায় গজল লিখে প্রশংসা পেয়েছেন

গ. তিনি আমাদের জাতীয় কবি

ঘ. সব কটি

সঠিক উত্তর : ঘ. সব কটি

১৮. কবিতার প্রধান বাহক কী?

ক. ভাষা খ. কাহিনী

গ. সংলাপ ঘ. ভাব

সঠিক উত্তর : ঘ. ভাব

১৯. সবার জন্য সমান অধিকার প্রকাশের উপযুক্ত শব্দ হিসেবে নিচের কোনটির গ্রহণযোগ্যতা আছে?

ক. প্রগতি

খ. পীড়ন

গ. সাম্য

ঘ. বেদনা

সঠিক উত্তর : গ. সাম্য

২০. 'নারী' কবিতায় ব্যবহৃত হয়েছে-

ক. অক্ষরবৃত্ত ছন্দ

খ. মাত্রাবৃত্ত ছন্দ

গ. স্বরবৃত্ত ছন্দ

ঘ. গৈরিক ছন্দ

সঠিক উত্তর : খ. মাত্রাবৃত্ত ছন্দ

২১. 'বধূ' শব্দের তদ্ভব রূপ হিসেবে কোনটি গ্রহণযোগ্য?

ক. বহু খ. বউ

গ. পত্নী ঘ. স্ত্রী

সঠিক উত্তর : খ. বউ

২২. 'নারী' কবিতার প্রতিপাদ্য বিষয় কী?

ক. নারীর অধিকার আদায়

খ. নারীকে শৃঙ্খল থেকে মুক্তি

গ. নারী-পুরুষের সাম্য

ঘ. নারীকে পুরুষের সমান ভাবা

সঠিক উত্তর : গ. নারী-পুরুষের সাম্য

২৩। মাত্রাবৃত্ত ছন্দের আঙ্গিকে রচিত নজরুলের কবিতা নিচের কোনটি?

ক. দেশ

খ. নদীর স্বপ্ন

গ. প্রার্থী

ঘ. নারী

সঠিক উত্তর : ঘ. নারী

২৪। 'নারী' কবিতাটি পাঠের উদ্দেশ্য কী?

ক. নারীকে পর্দায় রাখা

খ. নারীকে শাসন করা

গ. নারীর প্রতি সহায়ক হওয়া

ঘ. নারীকে শ্রদ্ধা করা।

সঠিক উত্তর : গ. নারীর প্রতি সহায়ক হওয়া

২৫। 'নারী' কবিতায় ফুটে উঠেছে আমাদের সমাজের কোন দিকটি?

ক. নারীর প্রতি পুরুষের সমদৃষ্টি

খ. পুরুষের প্রতি নারীর করুণা

গ. নারী ও পুরুষের সমতাবিধান

ঘ. নারীসমাজের অঙ্গ

সঠিক উত্তর : গ. নারী ও পুরুষের সমতাবিধান

২৬। কাজী নজরুল ইসলাম ছিলেন-

র. বাঙালি

রর. বাংলাদেশি

ররর. ভারতীয়

নিচের কোনটি সঠিক?

ক. ররর খ. রর ও ররর

গ. র ও রর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

২৭। মাতা, ভগ্নি ও বধূদের ত্যাগে মহীয়ান হয়েছে-

র. পুরুষের যুদ্ধক্ষেত্র

রর. বড় বড় জয়

ররর. বড় বড় অভিযান

নিচের কোনটি সঠিক?

ক. ররর খ. র ও ররর

গ. র ও রর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : খ. র ও ররর

২৮। কার চোখে নর-নারীর কোনো ভেদাভেদ নেই?

ক. পুরুষের চোখে

খ. রমণীর চোখে

গ. সমাজের চোখে

ঘ. কবির চোখে

সঠিক উত্তর : ঘ. কবির চোখে

২৯। 'বিদ্রোহী' কবিতাটি প্রকাশিত হয় কোন পত্রিকায়?

ক. বিজলি

খ. বঙ্গদর্শন

গ. সাধনা

ঘ. সবুজপত্র

সঠিক উত্তর : ক. বিজলি

৩০। ইতিহাসে কোনটি লেখা আছে?

ক. নারীর সিঁথির সিঁদুর

খ. বোনের সেবা

গ. মায়ের মমতা

ঘ. পুরুষের রক্ত

সঠিক উত্তর : খ. বোনের সেবা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে